সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নানা সমস্যায় জর্জরিত চবির ছাত্র হল

নানা সমস্যায় জর্জরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হলগুলো। আলু, পেঁপে, গাজর ও আলু ভর্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলের শিক্ষার্থীদের নিয়মিত খাবার। নেই কোনো বৈচিত্র্যতা। আবার গতিবিহীন ইন্টারনেট সংযোগ, মশা-মাছির উৎপাত, ভবনের বিভিন্ন রুমের ছাদ থেকে পলেস্তরা খসে পড়া, ভালো মানের রিডিং রুমের ব্যবস্থা না থাকাসহ নানা সমস্যায় জর্জরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।

কর্তৃপক্ষের সঠিক তদারকির অভাবেই শিক্ষার্থীরা এমন ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অজুহাতে হলের ডাইনিংয়ে নিম্নমান ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এমনকি আবাসিক হলগুলোর ডাইনিংয়ে গড়ে ৩০০ শিক্ষার্থীর জন্য রান্না করা হয় মাত্র এক কেজি ডাল। গামলা ভরা পানিতে হলুদ আর তেলের পাতলা স্তর দেখে বোঝার উপায় নেই, তা ডাল নাকি থালাবাটি ধোয়া পানি।

এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে রান্না এবং নোংরা পানিতে প্লেট ও গ্লাস পরিষ্কারসহ নানা অভিযোগ রয়েছে হলগুলোর ডাইনিং ও ক্যাম্পাসের খাবারের দোকানগুলো নিয়ে। শিক্ষার্থীরা বলছেন, বাজারের সবচেয়ে নিম্নমানের চাল ও কমদামে সবজি কিনে ডাইনিং ও খাবার দোকানগুলোতে রান্না করা হয়।

জানা যায়, বাজারের দর বিবেচনা করে এক বেলা খাবারের মূল্য ২০ টাকা থেকে ২৫ টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিল। কিন্তু এতেও খাবারের মান বৃদ্ধি পায়নি। বরং শুরু হয়েছে ২৫, ৩০, ৩৫ ও ৫০ টাকার নতুন ব্যবসা। ফলে শিক্ষার্থীরা বাধ্য হয়ে একটু ভালো খাওয়ার আশায় চড়া মূল্যের এই খাবার গ্রহণ করছে।

শিক্ষার্থীদের অভিযোগ, সকলেই যেন বেশি মূল্যের খাবার গ্রহণ করে, তাই ২৫ টাকার খাবার ইচ্ছে করেই খারাপ করে কর্মচারীরা। ২৫ টাকার টোকেনে নিত্যদিন আলুর সঙ্গে থাকে এক টুকরো মাছ, এক টুকরো ব্রয়লার মুরগীর মাংস। খাবারে নেই বৈচিত্র্যতা। প্রত্যেকদিন আছে গাজর আর শীত চলে গেলেও এখনও আমাদের ফুলকপি, বাঁধাকপির তরকারি খেতে হয়।

হলগুলোর ডাইনিং ম্যানেজাররা বলেন, বাজারে দ্রব্যের আকাশছোঁয়া দাম বৃদ্ধি পেয়েছে। আমরা কী করব? তাদের অভিযোগ অনেকে আছে খাবার খেয়ে টাকা দেয় না। টাকা চাওয়া হলে আমরা তাদের কাছে প্রায় কর্কশ ব্যবহারের শিকার হই।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মেহেদি হাসান শাওন বলেন, রাত ৮টার পরে ডাইনিংয়ে খাবার পাওয়া যায় না। ফলে যারা টিউশনিসহ বিভিন্ন কাজ সেরে একটু রাতে রুমে ফেরেন তাদের খাবার জন্য ছুটতে হয় অন্য কোথাও।
নাম প্রকাশ না করার শর্তে হলের একাধিক আবাসিক শিক্ষার্থী বলেন, যে পরিমাণ রাউটার প্রয়োজন তার ব্যবস্থা নেই। ফলে অনেক রুম ইন্টারনেটের আওতায় আসে না।

রাজনীতিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুকণ্ঠ সরকার বলেন, 'যদি হলের ডাইনিংগুলো এ রকম চিরাচরিত নিয়ম অনুযায়ী চলতে থাকে তাহলে সামনে রমজান মাসে রোজা থাকব কীভাবে। এই বিষয়গুলো আমাদের নিয়মিত ভাবিয়ে তোলে। পুরো রমজান মাস ক্লাস, টিউশন বাদ দিয়ে বাড়িতে চলে যাওয়া ছাড়া কোনো উপায় দেখছি না। আমরা চাই প্রশাসন এ ব্যাপারে একটু যত্নবান হউক।'

গবেষকরা বলছেন, হলের একজন শিক্ষার্থী দৈনিক গড়ে পুষ্টি পান ১ হাজার ৮২১ কিলোক্যালরি। অথচ একজন সুস্থ মানুষের প্রয়োজন ২ হাজার ৮০০ কিলোক্যালরি। এর কম পেলে তাকে দারিদ্র্য সীমার নিচে ধরা হয়। পুষ্টি গ্রহণের বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দারিদ্র্য সীমার নিচে থেকেই উচ্চ শিক্ষা নিচ্ছেন।

ভবনের মধ্যে অনেক জায়গার ছাদ থেকে পলেস্তরা খসে পড়ে ইট-সুরকি ও রড বেরিয়ে গেছে। এ ছাড়া ফাটল ধরেছে প্রায় বেশ কিছু স্থানে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

এদিকে আলাওল হল একটু ঝুকিপূর্ণ বিধায় গত বছরের ২৬ নভেম্বর ভূমিকম্পের সময় আতঙ্কে এক শিক্ষার্থী দুই তলা থেকে লাফ দিয়ে পড়ে আহত হন। তা ছাড়া হলের ডাইনিং ও টিভি রুমের ছাদের পলেস্তার খসে পড়ে রড বের হয়ে গেছে। একই রকম চিত্র স্যার এ এফ রহমান হলের হলের মসজিদে ও রিডিংরুমে।

আলাওল হলের অবকাঠামো নিয়ে প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম বলেন, হলটা ৫০ বছরের পুরাতন। তাই কিছু জায়গায় পলেস্তার খসে পড়েছে। আমরা হল প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছি। কেন্দ্রীয় প্রশাসন এর অনুমোদন দিয়েছে। টেন্ডার পাস হলে দ্রুত কাজ শুরু হবে।

ইন্টারনেট গতির সমস্যা নিয়ে তিনি বলেন, এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে না এটা একটা বড় সমস্যা। তা ছাড়া আমাদের হলের ফান্ডের অবস্থা খুবই খারাপ। তাই আমরা দ্রুত সমাধান করতে পারছি না।

খাবারের বিষয়ে তিনি বলেন, আমার কাছে মনে হয় অন্যান্য হল থেকে এই হলের খবার তুলনামূলক ভালো। আমি নিজেই শিক্ষার্থীদের সঙ্গে ডাইনিংয়ে খেয়েছি। তবে যদি আর একটু উন্নত করতে হয় তাহলে পাঁচটাকা বা দশটাকা বাড়ালে একটু ভালো মানের পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে বলেন, 'হলের খাবারের মান নিয়ে এত প্রশ্ন কেন? ২৫ টাকার খাবারের মান এর থেকে আর কী ভালো হতে পারে। হলের ডাইনিং ম্যানেজাররা কী তাদের বাড়ি থেকে এনে দিবে খাবার। ছাত্ররা ২৫ টাকার, ৫০ টাকার কফি খায় তখন কোনো প্রশ্ন আসে না আর হলের খাবার নিয়ে এত প্রশ্ন। বাড়িতে কী ২৫ টাকার খাবার খাওয়া যায়? যদি এতই সমস্যা থাকে তাহলে শিক্ষার্থীদের ডাইনিংয়ের দায়িত্ব নিতে হবে। স্বাস্থ্যকর পরিবেশ বা পরিচ্ছন্নতার বিষয় আসলে বলেন ২৫ টাকায় এর থেকে বেশি স্বাস্থ্যকর বা পরিচ্ছন্নতা পাওয়া যায় না।'

এসয় ভতূর্কির বিষয়ে বলেন, সরকার কোনো ভর্তূকি দেয় না। যদি হলের শিক্ষার্থীদের ভর্তূকি দিতে হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থীকে ভর্তূকি দিতে হবে। সবার অধিকার আছে হলে থাকার। আমরা তো সবাইকে সিট দিতে পারছি না।

আলাওল হলের অবকাঠামো নিয়ে বলেন, হলটা যদি বেশি ঝুঁকিপূর্ণ হয় তাহলে এটা অডিটোরিয়ামের মতো পরিত্যক্ত ঘোষণা করতে হবে। আমি ইঞ্জিনিয়ার পাঠাব পরিদর্শনের জন্য। পলেস্তার খসে যদি রড বের হয়ে যায় এটা বাদ দিয়ে নতুন হল বরাদ্দ দিতে হবে।

টিটি/

Header Ad

ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে যা বললেন প্রেস সচিব

প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (৩৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

সোমবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে চিন্ময় দাসকে গ্রেপ্তারের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চিন্ময় দাস আটক হয়েছেন বলে আমরা জানি। উনার নামে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। এ বিষয়ে ডিএমপি কমিশনার আপনাদের (সাংবাদিক) জানাবেন।

এদিকে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের সময়ে পুলিশের ভূমিকার বিষয়ে তিনি বলেন, আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো অ্যালার্ট ছিল। কিন্তু পাবলিক এক্সপেকটেশনের কারণে আমরা আগের অবস্থান থেকে সরে এসেছি। পুলিশ লাঠিচার্জ করুক, এটাও সরকার দেখতে চায় না।

Header Ad

বেনাপোলে টানা ৪ দিন বন্ধ রয়েছে দূরপাল্লার সকল পরিবহন

বেনাপোলে টানা ৪ দিন বন্ধ রয়েছে দূরপাল্লার সকল পরিবহন। ছবি: ঢাকাপ্রকাশ

যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে চতুর্থ দিনের মত দূরপাল্লার সব পরিবহন বাস বন্ধ রয়েছে। বাস মালিক সমিতি পূর্ব ঘোষনা অনুযায়ী সোমবার (২৫ নভেম্বর) সাতক্ষীরা থেকে ঢাকাগামী সকল দূরপাল্লার বাস বন্ধ রেখেছে।

এতদিন বেনাপোল থেকে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ভারত ফেরত অনেক পাসপোর্ট যাত্রী ১২ কিলোমিটার দূরে নাভারন সাতক্ষীরা মোড় থেকে সাতক্ষীরা রুটের গাড়ি ধরে বাড়ি ফিরছিলেন।সোমবার থেকে সেটাও বন্ধ করে দিয়েছে মালিক সমিতি।

এতে প্রতিদিন ভারত ফেরত হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। যাত্রীদের চেকপোস্টে না নিতে দিয়ে গভীর রাতে পৌর বাস টার্মিনালে নামাতে বাধ্য করার অভিযোগে শুক্রবার রাত থেকে বেনাপোলের দূরপাল্লার সব বাস বন্ধ রেখেছে মালিক সমিতি।

বেনাপোল পরিবহন ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন,"আমাদের দাবি-দাওয়া না মানায় পরিবহন মালিকরা তাদের গাড়ি এই রুটে চালাবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন। আজ সোমবার থেকে সাতক্ষীরা রুটও বন্ধ করে দিয়েছে মালিক সমিতি।"

সাতক্ষীরা কে লাইন পরিবহনের জামতলা কাউন্টার প্রধান আনোয়ার হোসেন বিদ্যুৎ বলেন,বেনাপোলের সমস্যার সমাধান না হওয়ায় সাতক্ষীরা থেকে দূরপাল্লার পরিবহণের সকল বাস বন্ধ করে দিয়েছে মালিক সমিতি।পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা কোন টিকিট বিক্রি করছি না।

এদিকে হঠাৎ করে বেনাপোল থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় আটকা পড়েছেন ভারত থেকে আসা হাজার হাজার পাসপোর্টধারী যাত্রী। গন্তব্যে যেতে তারা প্রাইভেটকার, মাইক্রোবাস,ট্রেন ব্যবহার করছেন। এতে ভোগান্তি,সময় অপচয়ের পাশাপাশি খরচও বেশি হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন।

বেনাপোল চেকপোস্টে কথা হয় ভারত ফেরত যাত্রী নেত্রকোনার জিতেন সাহা, নারায়নগঞ্জের সাদ্দাম হোসেন টিপু, ঢাকার ফজলুর রহমান শেখ, লাল্টু হোসেন ও বিনয় পালের সাথে।

নেত্রকোনার জিতেন সাহা বলেন, তিন জন মিলে একটি প্রাইভেট নিয়ে যশোর যাচ্ছি।সেখান থেকে বাস ধরে বাড়ি যাবো।ভারত থেকে দেশে ফিরে এখন দেখছি 'দূর্ভোগের শেষ নেই'।

যশোর জেলা বাস মালিক সমিতির সভাপতি মুসলিম উদ্দিন পাপ্পু জানান, বেনাপোল চেকপোস্টে বন্দর ভেহিক্যাল টার্মিনাল চালু হওয়ায় কমে গেছে গাড়ির জট। বাস চলাচলে কোন যানজট হয়না। ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি পণ্যবাহী ট্রাকের কারনে সৃষ্টি হত যানজটের। দূরপাল্লার যাত্রীদের নিরাপত্তা ও দুর্ভোগের বিষয়টি কর্তৃপক্ষের বিশেষ বিবেচনার দাবী জানান মুসলিম উদ্দিন পাপ্পু।

বেনাপোলে যানজট নিরসনে পৌর বাস টার্মিনাল ব্যবহারে নির্দেশনা দেয় জেলা প্রশাসন। পরিবহন কর্তৃপক্ষ পৌর বাস টার্মিনাল ব্যবহারে সহমত পোষন করে দিনের বাসগুলো ছাড়ছিল সেখান থেকেই। যাত্রীদের নিরাপত্তা ও সুবিধায় রাতের বাস চেকপোস্ট টার্মিনালে এসে যাত্রী নামিয়ে দিয়ে বাস যাচ্ছিল পৌর টার্মিনালে। এরই মধ্যে হঠাৎ করে ২২ নভেম্বর গভীর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা বাসের যাত্রী পৌর বাস টার্মিাালে নামিয়ে নেওয়া হয়। বাস প্রবেশে দেওয়া হয বাধা। এরই প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখে মালিক সমিতি। টানা চার দিন দুর পাল্লার পরিবহন চলাচল বন্ধে ভারত বাংলাদেশ যাতায়াতকারী যাত্রীরা পড়ছেন সীমাহীন ভোগান্তিতে। এর সুরাহা চান ভুক্তভোগী যাত্রীরা।

Header Ad

৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

ছবি: সংগৃহীত

রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে ভাঙচুর ও গুলিভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে মামলা করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সূত্রাপুর থানার সাধারণ নিবন্ধন শাখারুম সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গতকাল রোববার (২৪ নভেম্বর) সূত্রাপুর থানার উপপরিদর্শক এ কে এম হাসান মাহমুদুল কবীর বাদী হয়ে মামলাটি করেন।

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত তা গ্রহণ করেন। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, গতকাল ২৪ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের সাত-আট হাজার শিক্ষার্থী বেআইনি জনতাবদ্ধে মারাত্মক অস্ত্র-শস্ত্রসহ দাঙ্গা সৃষ্টি করে সরকারি সম্পত্তি ভাঙচুর করে। সরকারি অস্ত্রের (পিস্তল) গুলিভর্তি ম্যাগাজিন চুরি, সরকারি ডিউটিতে ব্যবহৃত এপিসি গাড়ি ভাঙচুর করে ক্ষতিসাধন করে।

কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করা, জীবননাশের হুমকি দেওয়া এবং ত্রাস সৃষ্টির মাধ্যমে অন্তর্ঘাতমূলক কাজ করে। এছাড়া পুলিশের এপিসি কার ও ডিউটিরত পুলিশের মোটরসাইকেল ভাঙচুর করে দুই লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এতে পেনাল কোড ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারার অপরাধ আনা হয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে যা বললেন প্রেস সচিব
বেনাপোলে টানা ৪ দিন বন্ধ রয়েছে দূরপাল্লার সকল পরিবহন
৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা
ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক
সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি
আইপিএলে দল পেলেন না মুস্তাফিজুর রহমান
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার
চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
মোল্লা কলেজের সার্টিফিকেট-ল্যাপটপ লুট, ক্ষতি ৭০ কোটি টাকা: অধ্যক্ষ
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার
সাত কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত
সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড জয় ভারতের
বদলগাছীতে বাসের ধাক্কায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২
মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার
মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন
বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ
শাকিব খানের সঙ্গে আইটেম গানে নুসরাত
রাজধানীর মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের দখলে সড়ক