ওয়েব মেট্রিক্সের বিজ্ঞান ও প্রযুক্তি তালিকায় ১১তম বশেমুরবিপ্রবি
লেখা ও ছবি : সফিকুল আহসান ইমন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
অনলাইন ওয়েবসাইটে গবেষণা নিবন্ধ প্রকাশ ও অনলাইনের অন্যান্য সূচকভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্রম প্রকাশকারী স্পেনের গবেষণা প্রতিষ্ঠান ওয়েব মেট্রিক্সের জরিপে ২০২১ সালে বাংলাদেশের এই খাতের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১১ তম অবস্থানে আছে অন্যতম বিজ্ঞান ও প্রযুক্তি সরকারি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ওয়েব মেট্রিক্স তাদের ১৯তম তালিকাটি প্রকাশ করেছে সম্প্রতি। তাদের সদর দপ্তর স্পেনের মাদ্রিদে।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ.কিউ.এম. মাহবুব বলেছেন, ‘বাংলাদেশের অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের বহু পরে প্রতিষ্ঠিত হয়েও আমাদের বিশ্ববিদ্যালয়টি সেরা ১১তম হয়েছে। এই খবর অত্যন্ত আনন্দের। আমরা বিশ্বমানে চলে যাব। কেননা আমাদের অনেক অধ্যাপক ও ছাত্র, ছাত্রী বিশ্বমানের গবেষণা করে চলেছেন। ফলে সব দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনেক উন্নতি ঘটবে।’
প্রসঙ্গত, ২০০১ সালে এই বিশ্ববিদ্যালয়টি গোপালগঞ্জে অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমিতে প্রতিষ্ঠা করেছেন তার মেয়ে ও এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, ওয়েব মেট্রিক্সের এই তালিকাতে সবার আগে বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশে আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এরপর বেসরকারী খাতের প্রথম আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তৃতীয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
তাদের সারা দেশের সব সরকারী-বেসরকারি ও মেডিক্যাল কলেজের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে ৬৭তম হিসেবে। সারা বিশ্বে তাদের এই খাতে অবস্থান রয়েছে ৯ হাজার ২৪তম।
ওএস।