মুখোমুখি গণ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
লেখা ও ছবি : ইহসানুল কবীর আনিন
স্বাধীনতা দিবসের ক্রিকেট খেলায় মুখোমুখি হয়েছে দুটি বিশ্ববিদ্যালয় সমিতি-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
সাভারের এই দুটি বিশ্ববিদ্যালয়-একটি বাংলাদেশের অন্যতম সেরা ও প্রধান সরকারি এবং আরেকটি উল্লেখযোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ক্রিকেট ম্যাচ হয়েছে গণ বিশ্ববিদ্যালয়ের মাঠে।
শুক্রবার গতকাল ছুটির দিনে তারা দর্শকের ভীড় ও উত্তেজনায় পরস্পরের মুখোমুখি হয়েছেন।
টসে জিতে প্রথমে ব্যাট করেছে গণ বিশ্ববিদ্যালয়। তারা ১৪ ওভারে মোট ৯৩ রান করেছেন। তাদের সবেচেয়ে বেশি রান করেছেন বরাতুজ্জামান স্পন্দন। তিনি ঝড়ো ইনিংস খেলেছেন ২১ বলে ৪১। তিনি গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক।
এরপর নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে গেল জাহাঙ্গীগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। তারা ঘরের মাঠে নয়, গণ বিশ্ববিদ্যালয়ের মাঠে ১৪ ওভারে ৭৯ রান করতে পেরেছেন। উইকেট গিয়েছে ছয়টি। তাদের দলের পক্ষে সবচেয়ে ভালো খেলেছেন। শাবাব। তিনি ৫০ বলে ৩৫ রান করে তার জাহাঙ্গীরনগরের জয়ের আশা শেষ পর্যন্ত ধরে রেখেছেন। শেষ ওভার পর্যন্ত শ্বাসরুদ্ধ করে খেলা দেখতে হয়েছে সবাইকে। তবে শেষ পর্যন্ত জেতাতে পারেননি।
এই প্রীতি ম্যাচে গণ বিশ্ববিদ্যালয় জয় লাভের পর উভয় দলের ফটোসেশন হয়েছে। আড্ডা জমেছে। দুটি সমিতি আরো খেলার আয়োজন করবে বলে জানিয়েছে।
ওএস।