৮ শতাংশ সুদে ঋণ পাবেন রুয়েট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্থায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা করপোরেট গ্যারান্টির বিপরীতে ৮ শতাংশ হারে সরল সুদে গৃহ নির্মাণে ঋণ পাবেন। ১৫ বছর মেয়াদি এ ঋণ সহজ কিস্তিতে পরিশোধ করা যাবে।
বুধবার (৯ মার্চ) সকালে রুয়েট ও রুপালী ব্যাংক, রুয়েট শাখার মধ্যে করপোরেট গ্যারান্টির আওতায় গৃহ নির্মাণে ১২০ কোটি টাকার একটি সমঝোতা স্মারক সই হয়েছে। উপাচার্য কনফারেন্স রুমে রুয়েট রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেন এবং রুপালী ব্যাংক, রুয়েট শাখার ব্যবস্থাপক সেতাউর রহমান রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম শেখ, রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, রুপালী ব্যাংক লিমিটেডের রাজশাহী বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. ফখরুল হাসানসহ আরও অনেকে।
এসএন
