চবিতে ফের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের বিবাদমান বিজয় ও সিএফসি গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। বিবাদমান গ্রুপ দুটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিতি।
বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে বুধবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংঘর্ষে জড়ায় এ দুই গ্রুপ। এ সময় দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে ইট পাটকেল ও ককটেল নিক্ষেপ হয়। এ ছাড়া তাদের হাতে দেশীয় অস্ত্র, দা, রড দেখা যায়। সংঘর্ষে হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে বুধবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের খেলার মাঠে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডায় দুই গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহীদুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’
সহকারী প্রক্টর আরও বলেন, ‘গতকাল অর্থনীতি বিভাগের র্যাগ ডে অনুষ্ঠান থেকে ঘটনার সূত্রপাত। পরে বিজয় গ্রুপ সোহরাওয়ার্দী হল, সিএফসি গ্রুপ শাহজালাল হলের সামনে অবস্থান নিলে সংঘর্ষ শুরু হয়।’
এরই জের ধরে পরে আবার সংঘর্ষ শুরু হয় দুই গ্রুপের মধ্যে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা পুলিশ মোতায়েন করেছি। ফলে বিভিন্ন বিভাগের র্যাগ ডে উপলক্ষে অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেছি।’
এর আগে সোহরাওয়ার্দী হলের সামনেই মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় ওই দুই গ্রুপ। বিজয় গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস বলেন, ‘অর্থনীতি বিভাগের র্যাগ ডে অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি রেজাউল রুবেল যেতে চাইলে প্রোগ্রামের আয়োজকরা বাধা দেয়। এটা নিয়ে ঝামেলা ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। আয়োজকদের মধ্যে আমার গ্রুপের ছেলেরাও ছিল। আজ তারা আবার আমাদের কর্মীদের মারধর করে।ফলে আমরা এর প্রতিকার চেয়ে রুবেলের সভাপতি পদ বাতিল চাই।
জবাবে সিএফসি গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুমন নাছির বলেন, ‘গতকালের ঘটনাটা পূর্বপরিকল্পিত ছিল। আমার কর্মীরা গেলে তাদের ঢুকতে বাধা দেওয়া হয়। আর তারা আমাদের ওপর মিথ্যাচার করছে সামনে পূর্ণাঙ্গ কমিটিকে কেন্দ্র করে।’
এসএন