চবিতে মুফতে খাবার না পেয়ে বাবুর্চিকে মারধর
মুফতে খাবার না পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলের এক বাবুর্চিকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে। মারধরে আহত বাবুর্চির নাম আবুল হাসেম।
ছাত্রলীগের তিন জন চবি শাখা ছাত্রলীগের উপগ্রুপ ‘বিজয়’ এর কর্মী বলে জানা গেছে।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ডায়নিংয়ে এ ঘটনা ঘটে।
ছাত্রলীগের তিন কর্মী হলেন- যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোখলেছ, ইংরেজি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের সাদ্দাম হোসেন ও লোকপ্রশাসন বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোরশেদ।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, চবিতে দর্শন বিভাগের র্যাগ ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিন ছাত্রলীগ কর্মী রান্না করা খাবার থেকে ফ্রিতে তিনটি প্যাকেট নিতে চান। এ সময় বাবুর্চি হাসেম তাদের খাবার দেবেন না বলে জানান।
পরে ছাত্রলীগের তিন কর্মী বাবুর্চিকে ১ হাজার টাকা দিতে বলে। বাবুর্চি হাসেম টাকা না দেওয়ায় তাকে মারধরে করে ছাত্রলীগ কর্মীরা। মারধরে হাসেমের পেট ও মাথা থেকে রক্তক্ষরণ হয়।
পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ করা হয়েছে।
বিজয় গ্রুপের নেতা মোহাম্মদ ইলিয়াস বলেন, হামলায় জড়িতরা আমাদের কর্মী কিনা জানি না। আমরা তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত নই। আমাদের গ্রুপের কোনও কর্মী মারধরের মতো কাজ করতে পারে না।
চবির প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, খাবার নিয়ে বাকবিতণ্ডার খবর শুনেছি। খবর নিয়ে জানতে পারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র সোহরাওয়ার্দী হলের বাবুর্চিকে মারধর করেছে। আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসপি