নারী প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীদের নারী দিবসে সম্মান জানালো আইইউবি
বাংলাদেশের অন্যতম প্রধান ও অত্যন্ত মানসম্পন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ বা আইইউবি তাদের বিশ্ববিদ্যালয়ে নারীদের নানাভাবে কাজের সুযোগ করে দিয়েছেন। বিভিন্ন বিভাগে বাংলাদেশের সেরা শিক্ষক ও গবেষক নারীরা অধ্যাপনা করেন। রিসিপশন, প্রহরায় নারীদের সুযোগ প্রদানের মাধ্যমে লিঙ্গ সমতা ও নারীদের কাজের অধিকার প্রদান করে সম্মান জানিয়েছেন তারা। তবে এবারের নারী দিবসে আইইউবি যে অনন্য কর্মটি করেছে, তার কোনো তুলনা নেই। টুপি খুলে স্যালুট জানিয়েছেন সবাই।
৮ মার্চ, ২০২২ সালের আন্তর্জাতিক নারী দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বিখ্যাত এই বেসরকারি বিশ্ববিদ্যালয় এবারের নারী দিবসের প্রতিপাদ্য ‘টেকসই ভবিষ্যতের জন্য লিঙ্গ সমতা’ পুরোপুরিভাবে পালন ও উদযাপন করেছে। আইইউবি কতৃপক্ষ, ছাত্র, ছাত্রী, অধ্যাপক, কর্মকতা, কর্মচারী সবাই মিলে তাদের মোট ৬৬ জন নারী নিরাপত্তা ও পরচ্ছন্নতাকর্মীকে ঘিরে নারী দিবস পালন করেছেন। তাদের পরিবেশ সুন্দর, নিরাপদ এবং অত্যন্ত পরিছন্ন রাখতে পেছনের এই মানুষগুলোর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন অধ্যাপক ও ছাত্র, ছাত্রীরা, সবাই। স্থায়ী ক্যাম্পাসটিতে এই আয়োজন করেছেন তাদের স্কুল ‘অব লিবারেল আটস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এসএলএএসএস)’।
৬৬ জন নারী নিরাপত্তা ও পরচ্ছন্নতাকর্মীর জন্য আইইউবি অডিটোরিয়ামে সারা দিনের বিশেষ আয়োজনের প্রথমে আলোচনা সভায় আইইউবির ভিসি স্যার অধ্যাপক ড. তানভীর হাসান বলেছেন, ‘অনেকের জানা নেই-আমাদের বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড নারীরা। তাদের কর্মশক্তিতে দেশ চলছে। তৈরি পোশাকশিল্পের ৮০ ভাগ কমীই নারী। তাদের অবদানকে তাই অস্বীকার করার কোনো উপায় নেই। আমি আপনাদেরও অত্যন্ত সম্মান করি আমাদের বিশ্ববিদ্যালয়কে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সর্বক্ষণ কাজ করেন বলে। আমার ও বিশ্ববিদ্যালয়ের সবার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি।’
বিশেষ ও অনন্য এবং অন্যরকম আয়োজনে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেছেন আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। বক্তৃতা করেছেন ‘এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি), আইইউবি’র চেয়ারম্যান নীলুফার জাফরুল্লাহ।
আলোচনা করেছেন এসএলএএসএস’র ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, ডিপার্টমেন্ট অব সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিজ (ডিএসএসএইচ)’র প্রধান ড. কাজী মাহমুদুর রহমান প্রমুখ। শিক্ষার্থী ও অতিথিদের বিশেষ প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছেন ‘আইইউবি স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ (এসবিই)’ র ডিন অধ্যাপক ড. মেহেরুন আহমেদ।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অংশ নিয়েছে ‘আইইইউবি থিয়েটার ক্লাব’, ‘আইইউবি মিউজিক ক্লাব’ ও ‘আইইউবি ডান্স ক্লাব’।
তাদের সবার এভাবে সম্মান জানানো, মঞ্চে ডেকে সম্মান করা ও তাদের গুরুত্ব নিয়ে আলোচনা এবং অভিনয়, নাচ, গানে ভালোবাসা জানানোতে খুব খুশি এবং সম্মানিত বোধ করেছেন আইইউবিতে কাজ করা মোট ৬৬ জন নারী নিরাপত্তা ও পরচ্ছন্নতাকর্মী। তারা বারবার ধন্যবাদ জানিয়েছেন। তাদের অনেকের মুখে কোনো ভাষা ছিল না বলার মতো।
ছবি : আইইউবির অডিটোরিয়ামের মূল মঞ্চে অতিথিদের সঙ্গে উপহার হাতে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকমী ৬৬ নারী।
ওএস।