জাফর ইকবালের এসেছে নতুন ৪টি বই

জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের চারটি বই এসেছে এবারের অমর একুশের বইমেলায়।
বইগুলোর মধ্যে রয়েছে কিশোর উপন্যাস, সায়েন্স ফিকশন, কিশোর গল্প ও তথ্য-প্রযুক্তি বিষয়ক লেখা।
কিশোর উপন্যাস ‘আমার ডেঞ্জারাস মামী’ প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী।
সায়েন্স ফিকশন ‘আমি পরামানব’ প্রকাশ করেছে সময় প্রকাশন।
কিশোর গল্পের ধারাবাহিক প্রকাশনার নতুন বই ‘আহা টুনটুনি উহু ছোটাচ্চু’ প্রকাশ করেছে তাম্রলিপি। দাম ৩০০ টাকা।
তথ্য-প্রযুক্তি বিষয়ক নতুন বই ‘ইলেকট্রনিকসের প্রথম পাঠ’। বইটি সম্পর্কে বলা হয়েছে ‘আমরা যদি পৃথিবীর সভ্যতা বুঝতে চাই তাহলে ইলেকট্রনিকস নামে যে বিষয়টির উপর নির্ভর করে কম্পিউটার ও যোগাযোগ প্রযুক্তি গড়ে উঠেছে সেটি আমাদের বুঝতে হবে। একজন মানুষ যদি এই বিষয়টি সম্পর্কে না জানে তাহলে সে এই নতুন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি অনুভব করতে পারবে না। একজন মানবসভ্যতার রস আস্বাদন করবে কিন্তু তার ভেতরের কথাটি জানবে না সেটি কেমন করে হয়।’ এই বইটি প্রকাশ করেছে বাতিঘর।
এপি/টিটি
