নতুন বই
মুনতাসীর মামুনের এসেছে ৭ বই

প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন-এর লেখা ৭টি নতুন বই এসেছে এবারের বইমেলায়।
নতুন বইয়ের মধ্যে পাঁচটি বই-ই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা।
‘সুভাষ মুখোপাধ্যায়ের মুক্তিযুদ্ধ’ শীর্ষক বইয়ে সুভাষ মুখোপাধ্যায়ের রচনা ও মুক্তিযুদ্ধের সাহিত্য নিয়ে আলোকপাত করা হয়েছে। এটি প্রকাশ করেছে জার্নিম্যান।
বিভিন্ন দেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছিলেন তাদের নিয়ে বই ‘একাত্তরের বন্ধু যারা’। এটি প্রকাশ করেছে অনন্যা।
সুবর্ণ প্রকাশ করেছে ‘একাত্তরে গানে গানে জাগরণ’।
বিগত দুই যুগে বঙ্গবন্ধু বিষয়ক লেখা নিয়ে দুই খণ্ডে প্রকাশিত হয়েছে `বঙ্গবন্ধুসমগ্র`। প্রকাশ করেছে সময় প্রকাশন।
‘ইতিহাস হত্যা এবং পাঠ্যক্রম ও পাঠ্যবই’ প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স।
‘পূর্ববঙ্গে ১৯৫০-এর দাঙ্গা’ বইটির সহ-লেখক মুর্শিদা বিনতে রহমান। এটি প্রকাশ করেছে বাংলা একাডেমি।
এপি/
