‘মেমোরি অব দা ওয়ার্ল্ড ফিল্ড উইথ কালার’ বইয়ে ৭ মার্চের ভাষণ
কোরিয়ায় অবস্থিত ইউনেস্কোর ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডকুমেন্টারি হেরিটেজ (আইসিডিএইচ) সম্প্রতি প্রকাশ করেছে ‘মেমোরি অব দা ওয়ার্ল্ড ফিল্ড উইথ কালার’ শীর্ষক সচিত্র গ্রন্থ।
নবীন পাঠকদের জন্য প্রকাশিত গ্রন্থে জাতিসংঘ গৃহীত এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়টি ‘মেমোরি অব দা ওয়ার্ল্ড’ স্মারক ব্যাখ্যা করা হয়েছে। যার মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর অনন্য ভাষণ।
এসডিজি লক্ষ্যমাত্রা দশ বা অসাম্য নিরসনের আলোকে এই ভাষণের গুরুত্ব ছবি ও বক্তব্যের মাধ্যমে গ্রন্থে উপস্থাপিত হয়েছে। নবীন পাঠকেরা বইটি কীভাবে ব্যবহার করবে সেই নির্দেশিকাও রয়েছে গ্রন্থে। আইসিডিএইচ-এর এই গ্রন্থ সম্পাদনা করেছেন আনজি কিম। গ্রন্থ প্রণয়নে মুক্তিযুদ্ধ জাদুঘরের ভূমিকা স্বীকৃত হয়েছে এবং অন্যতম সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন ট্রাস্টি মফিদুল হক।
সংবাদ মাধ্যমে পাঠানো মুক্তিযুদ্ধ জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইউনেস্কো কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ‘মেমোরি অব দা ওয়ার্ল্ড’ হিসেবে স্বীকৃতি প্রাপ্তির পর কোরিয়াস্থ ইউনেস্কো ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডকুমেন্টারি হেরিটেজ-এর সচিত্র গ্রন্থ ‘মেমোরি অব দা ওয়ার্ল্ড ফিল্ড উইথ কালার’ প্রকাশ আরেক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। ‘মেমোরি অব দা ওয়ার্ল্ড ফিল্ড উইথ কালার’ দেশ-বিদেশের নবীন পাঠকদের কাছে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নতুন আলোকে মেলে ধরবে, সেটা নিঃসন্দেহে বলা যায়।’
এই তাৎপর্যপূর্ণ প্রকাশনা উপস্থাপনার লক্ষ্যে সোমবার (৭ মার্চ) সকাল দশটায় মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন বাংলাদেশস্থ ইউনেস্কোর প্রতিনিধি মিজ. বিয়াত্রিস কালডুন এবং সাবেক মুখ্য সচিব ও মুখ্য সমন্বয়ক এসডিজি মো. আবুল কালাম আজাদ। কোরিয়া থেকে ভিডিও সংযোগের মাধ্যমে আলোচনায় যোগ দেবেন আইসিডিএইচ-এর গবেষণা বিভাগের প্রধান সিউং চিউল লী ও গ্রন্থের সম্পাদক আনজি কিম।
সভাশেষে জয়িতার কণ্ঠে পরিবেশিত হবে মুক্তির গান।
এপি/