বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২২ মাঘ ১৪৩১
Dhaka Prokash

একজন মানবিক বিজ্ঞানী ও তার কোয়ান্টাম তত্ত্ব

আধুনিক বিজ্ঞানের অন্যতম দুটি ভিত্তি হলো–আপেক্ষিক তত্ত্ব এবং কোয়ান্টাম মেকানিকস। আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব যেমন স্থান, কাল, মহাকর্ষ ইত্যাদি বিষয় সম্পর্কে আমাদের ধারণায় বৈপ্লবিক পরিবর্তন আনে; তেমনি ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বও পারমাণবিক, অতিপারমাণবিক বিষয়াদি বোঝার ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসে। তবে ম্যাক্স প্ল্যাঙ্ক চিরায়ত পদার্থবিজ্ঞানের বাইরে এসে কোয়ান্টাম তত্ত্বের জন্ম দেন। সে কারণেই তিনি এক ‘অনিচ্ছুক বিপ্লবী বিজ্ঞানী’।

ম্যাক্স প্ল্যাঙ্কের বিজ্ঞানী হয়ে উঠার গল্পই তুলে ধরা হয়েছে ‘কোয়ান্টাম তত্ত্বের জনক–ম্যাক্স প্ল্যাঙ্ক’ গ্রন্থে। সাংবাদিক আবুল বাসারের লেখা এ বইয়ে বৈজ্ঞানিক গবেষণাই শুধু স্থান পায়নি। বরং এখানে ম্যাক্স প্ল্যাঙ্কের শৈশব, তাঁর বেড়ে উঠা, তৎকালীন সমাজ বাস্তবতাও স্থান পেয়েছে। ভাষার প্রাঞ্জলতা এ বইটির একটি বিশেষত্ব, যা একজন পাঠককে পরবর্তী ধাপে টেনে নিয়ে যেতে পারে। সেখানে একজন বিজ্ঞানীর চিন্তা-চেতনার প্রতিফলনও দেখতে পাওয়া যায়–কীভাবে ম্যাক্স প্ল্যাঙ্ক হয়ে উঠলেন বিজ্ঞানের বিপ্লবী।

বেড়ে উঠা

জার্মানির কিয়েল শহরে ১৮৫৮ সালের ২৩ এপ্রিল জোহান জুলিয়াস উইলহেম প্ল্যাঙ্ক এবং এমা প্যাটজিগের ঘরে জন্মগ্রহণ করেন ম্যাক্স প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক পরিবার ছিল উচ্চশিক্ষিত ও বুদ্ধিজীবী। জোহান ছিলেন একজন আইনের প্রফেসর। এমার প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি ছিলেন স্বশিক্ষিত। জন্মকালে ম্যাক্স প্ল্যাঙ্কের নাম রাখা হয়েছিল কার্ল আর্নেস্ট লুডভিগ মার্ক্স প্ল্যাঙ্ক। নয় বছর বয়সী তাকে কিয়েলের একটি এলিমেন্টারি স্কুলে ভর্তি করা হয়। এক বছর পর থেকে তিনি নিজের নাম একটু ছেঁটে লিখতে শুরু করেন ম্যাক্স প্ল্যাঙ্ক। এরই পর থেকে এ নামেই তিনি পরিচিত হন।

ম্যাক্স প্ল্যাঙ্ক স্কুলের প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনে প্রবেশের পর থেকেই প্রতিভার বিচ্ছুরণ ঘটতে থাকে। মিউনিখের ম্যাক্সিমিলিয়ান জিমনেসিয়াম স্কুলের গণিত শিক্ষক হারমান মুলার তা বুঝতে ভুল করেননি। গণিতে ম্যাক্সের প্রতিভা ছিল অন্য সবার চেয়ে পৃথক। হারমান তাই ম্যাক্সকে বাড়তি করে জোতির্বিজ্ঞান ও বলবিদ্যা পড়াতে ইচ্ছা প্রকাশ করেন। হারমানের কাছেই তিনি লাভ করেন পদার্থবিজ্ঞানের সাধারণ ও মৌলিক পাঠ। ম্যাক্সের প্রতিভা শুধু গণিত, পদার্থবিজ্ঞানেই আটকে ছিল তা। সংগীত চর্চায়ও তিনি ছিলেন অনবদ্য।

বিজ্ঞানীর ধর্মবিশ্বাস

ম্যাক্স ১৮৭৪ সালে সতেরো বছর বয়সে পাড়ি জমান জার্মানির মিউনিখ বিশ্ববিদ্যালয়ে। পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন। তবে পড়া শুরু করেই তিনি মিউনিখ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন পদার্থবিদের উপর বিরক্ত হন। কারণ তাদের ধারণা ছিল–পদার্থবিজ্ঞানের প্রায় সবই আবিষ্কৃত। তাই গতানুগতিক কাজেই তাদের গবেষণা সীমিত ছিল।

এ সময়ে তাঁর ধর্মবিশ্বাস পায় নতুন মাত্রা। জন্মগতভাবে খ্রিস্টধর্মানুসারী হলেও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই তিনি লুথারান মতবাদকে ধারণ করেন। নাস্তিকতাকে তিনি অস্বীকার করতেন। তবে ভিন্নমত ও ভিন্ন ধর্মের প্রতি ছিলেন শ্রদ্ধাশীল। ১৯৩৭ সালে ‘ধর্ম ও প্রাকৃতিক বিজ্ঞান’ শীর্ষক এক বক্তৃতায় ম্যাক্স তার ধর্মবিশ্বাস তুলে ধরেন। বিশ্বে খ্রিস্টধর্মের নামেই সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে বলে ক্যাথলিক চার্চকে আঘাত করেন। তার মতে, ঈশ্বরকে কোনো নির্দিষ্ট প্রতীকে বন্দি করে রাখা সম্ভব নয়। ঈশ্বর সর্বত্র বিরাজমান। প্রতীকে আবদ্ধ করার মানেই ঈশ্বরকে খণ্ডিত করা। ‘সায়েন্টিফিক অটোবায়োগ্রাফি অ্যান্ড আদার পেপারস’ শীর্ষক গ্রন্থে ম্যাক্স আরও বলেন, বিশ্বাসের মানেই হলো সত্যের উপলব্ধি। ক্রমাগত প্রাকৃতিক জ্ঞান আহরণের মধ্য দিয়ে সত্যের দিকে ধাবিত হতে পারে প্রকৃতি বিজ্ঞান।

কোয়ান্টামের পথে

১৮৭৭ সালে ২০ বছর বয়সী ম্যাক্স প্ল্যাঙ্ক বার্লিনের ফ্রেডরিখ উইলহেলম বিশ্ববিদ্যালয়ে এক বছরের জন্য বদলি হন। সেখানে তিনি তাপগতিবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। ১৮৭৮ সালের শেষ দিকে বার্লিন থেকে ম্যাক্স মিউনিখে ফিরে আসেন। পরের বছর তিনি তাপগতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্রের উপর তার গবেষণা প্রবন্ধ জমা দেন এবং মাত্র ২১ বছর বয়সেই লাভ করেন পিএইচডি ডিগ্রি। পরের বছর তিনি আরও একটি গবেষণা প্রবন্ধ জমা দেন। এই গবেষণা প্রবন্ধই তাকে মিউনিখ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের শিক্ষক হওয়ার সুযোগ করে দেয়। ১৮৮৯ সালে ম্যাক্স প্ল্যাঙ্ক মিউনিখ বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের সার্বক্ষণিক শিক্ষক হিসেবে নিয়োগ পান। শিক্ষার্থীদের মধ্যে তিনি ছিলেন ব্যাপক জনপ্রিয়।

সে সময় জার্মান পদার্থবিজ্ঞানী ডব্লিউ জে ভিনের সূত্র ছিল বৈজ্ঞানিক আলোচনার কেন্দ্রে। ১৮৯৬ সালে তাপগতিবিদ্যার তত্ত্ব প্রয়োগ করে কৃষ্ণবস্তুর বর্ণালীতে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য শক্তি বণ্টন দুটি সূত্র প্রদান করেন এই বিজ্ঞানী। সূত্র দুটির নাম যথাক্রমে ভিনের সরণ সূত্র ও পঞ্চঘাত সূত্র। সূত্রটি হলো–কোন কৃষ্ণবস্তু থেকে সর্বাধিক শক্তি বিকিরণের জন্য তরঙ্গ দৈর্ঘ্য কৃষ্ণবস্তুটির পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক।

বিজ্ঞানীরা এ সূত্রের কিছু ত্রুটি খুঁজে পান। এর বিপরীতে অপর একটি সূত্র সামনে আসে, যা র্যালে-জিন্স সূত্র মানে পরিচিত। এ সূত্রানুসারে বস্তু যত উত্তপ্ত হতে থাকে, বিকিরণের তীব্রতা ততই অসীমের দিকে ধাবিত হতে থাকে। তবে এতেও ত্রুটি ছিল। পরীক্ষায় দেখা যায়, এ সূত্রটির কার্যকারিতা ভিনের সূত্রের ঠিক উল্টো। ভিনের সূত্র ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যে কার্যকর প্রমাণিত হলো, দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যে ছিল অকার্যকর। অপরদিকে, র্যালে জিন্স সূত্র দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যে কার্যকর প্রমাণিত হয়; কিন্তু ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যে তা সঠিক ফল দিচ্ছিল না।

এই সমস্যা দূর করতে এগিয়ে আসেন ম্যাক্স প্ল্যাঙ্ক। তিনি প্রস্তাব করেন যে, শক্তি অবিচ্ছিন্নভাবে যে কোনো পরিমাণে নির্গত হয় না; বরং নির্দিষ্ট পরিমাণে নির্গত হয় যার নাম দেন তিনি ‘কোয়ান্টা’। প্ল্যাঙ্ক আরও বের করেন যে তড়িৎচুম্বক বিকিরণ এর সাথে বাহিত শক্তির পরিমাণ একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে। এ সংখ্যাটিকে আজ আমরা প্ল্যাঙ্কের ধ্রুবক বলেই জানি। এ সমীকরণ থেকে বোঝা যায়, যে কোনো বিকিরণের কোয়ান্টাম শক্তি তার কম্পাঙ্ক ও প্ল্যাঙ্কের ধ্রুবকের (h) গুণফলের সমান। সহজ কথায়, কম্পাঙ্ক বাড়লে কোয়ান্টাম শক্তিও বাড়বে।

এখানে অবিভাজ্য একক শক্তি E=hv, এখানে v হলো কম্পাঙ্ক, h=৬.৬২৬০৬৯৫৭ X ১০-৩৪

১৯০০ সালের ১৪ ডিসেম্বর বার্লিন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটে জার্মান ফিজিক্যাল সোসাইটির সভায় ম্যাক্স তাঁর গবেষণা প্রবন্ধ ‘স্বাভাবিক বর্ণালির শক্তি বণ্টনের সূত্র’ উপস্থাপন করেন। সেদিন তিনি অনেক অভিনন্দন পেলেও হয়তো অনেকেই বুঝতে পারেননি প্ল্যাঙ্ক কী বিপ্লব সাধন করেছেন। এর কিছুকাল পর আইনস্টাইন, নিলস বোর, হাইজেনবার্গ, শ্রোডিঙ্গার, পাউলি ব্রগলির মতো তরুণ বিজ্ঞানীরা যে কোয়ান্টাম তত্ত্বকে এক শক্ত ভিতের উপর দাঁড় করাবেন, সেটাই বা কে জানত! ১৯০৫ সালে আইনস্টাইন স্বীকার করে নেন, আলোর মধ্যেও এই অতিক্ষুদ্র বিচ্ছিন্ন গুচ্ছ বা প্যাকেট (বা কোয়ান্টা) থাকে। এই প্যাকেটকে আইনস্টাইন নাম দিয়েছিলেন কোয়ান্টা অব লাইট বা আলোর কণা।
এ দুনিয়া কাঁপানো আবিষ্কার সম্পর্কে ম্যাক্স নিজেও যে সচেতন ছিলেন, তা-ও নয়। এ সম্পর্কে তিনি বলেন, ‘এখন আমি জানি মৌলিক ব্যাপারগুলো ব্যাখ্যায় কার্যের কোয়ান্টাম (h) পদার্থবিজ্ঞানে অনেক বেশি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। এমন কিছু যে হতে পারে, আমি আসলে তা সন্দেহ করতেও প্রস্তুত ছিলাম না।’

কৃষ্ণবস্তুর বিকিরণের সূত্র তথা কোয়ান্টাম তত্ত্ব নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ১৯১৮ সালে নোবেল পুরস্কার পান ম্যাক্স প্ল্যাঙ্ক।

নাৎসিদের অধীনে জীবন

নাৎসি শাসন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ম্যাক্সের জীবনকে রীতিমতো তছনছ করে দিয়েছিল। ১৯৩৩ সালে অ্যাডলফ হিটলারের নাৎসি দল জার্মানির ক্ষমতায় আসে। ক্ষমতায় এসেই শুরু হয় হিটলারের ইহুদিদের বিচ্ছিন্ন করার প্রক্রিয়া। তখন ম্যাক্সের বয়স ৭৪ বছর। তিনি দেখলেন অনেক ইহুদি বন্ধু ও সহকর্মী তাদের পদ থেকে বহিষ্কৃত হলেন। অপমানিত করে ইহুদিদের ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়ি, এমনকি নাগরিক অধিকারটুকুও কেড়ে নেওয়া হতে থাকল।

হিটলারকে যে সহজেই ফেরানো সম্ভব নয়, তা বুঝে একে একে বিজ্ঞানীরা দেশ ছাড়তে শুরু করেন। ম্যাক্স বুঝতে পারলেন, এ অবস্থা চলতে থাকলে জার্মানি জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে পড়বে। গেলেন হিটলারকে বোঝাতে। মিনিট চল্লিশেক আলোচনা হলেও, তা ছিল নিষ্ফল। হাজারো জ্ঞানী-গুণীজন জার্মানি ছেড়ে গেলেন। সেইসঙ্গে জার্মানি জ্ঞান উৎপাদনের কেন্দ্র থেকে সরে এলো। নাৎসি শাসনের সঙ্গে সরাসরি বিরোধে যাননি ম্যাক্স। এরপরও নাৎসিরা তার ছেলেকে হিটলারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে হত্যা করেছিল।

প্রসঙ্গত, নাৎসিদের প্রত্যক্ষ বিরোধিতা না করলেও, তাদের সহযোগিতাও ম্যাক্স করেননি। অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের ধারণা ছিল হিটলার তাঁর সহযোগিতায় হয়তো পারমাণবিক গবেষণা চালাচ্ছে। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে একাধিকবার ম্যাক্সের বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এক অসাধারণ বিজ্ঞানীর বহু গবেষণা ধসিয়ে দেওয়া হয় মাটির সঙ্গে। নাৎসি বাহিনী আত্মসমর্পণ করলে ম্যাক্সের খোঁজে নামে মার্কিন বাহিনী। তাকে এক কৃষকের বাড়ি থেকে টেনে হিঁচড়ে তুলে আনা হয়। ম্যাক্সের স্ত্রী মার্গা আরেক পদার্থবিজ্ঞানী ভন লিউকে বলেছিলেন, জীবনের সব কষ্টের স্মৃতি ভুলতে পারলেও তিনি দুটো স্মৃতি ভুলবেন না। একটি হলো ম্যাক্সের ছেলে আরউইনের মৃত্যু সংবাদ পাওয়ার মুহূর্ত এবং অপরটি হলো মার্কিন সেনারা যখন তার স্বামীকে জিপে তুলল, সেই মুহূর্তটি। তখন তিনি প্রচণ্ড ব্যথায় কেঁদে উঠেছিলেন।

মার্কিন বাহিনী ম্যাক্স ও অন্য বিজ্ঞানীদের সঙ্গে পারমাণবিক কর্মসূচির কোনো সংশ্লিষ্টতা না পেয়েও ইংল্যান্ডের প্রত্যন্ত এলাকার এক খামারবাড়িতে আটকে রাখে। পরে ছেড়ে দেওয়া হলে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত ম্যাক্স বার্লিনে ফিরে দেখেন এক বিধ্বস্ত নগরী। পুরো নগরীর চেহারা যেন তার ধসে পড়া বাড়িটির মতোই।

শেষের কথা

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার দুই বছর পর ১৯৪৭ সালের ৪ অক্টোবর ৮৯ বছর বয়সে ম্যাক্স প্ল্যাঙ্ক জার্মানির গটিনগেন শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ মহান বিজ্ঞানীর মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী মার্গার উদ্দেশে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন থেকে এক চিঠিতে আইনস্টাইন ম্যাক্স প্ল্যাঙ্ক সম্পর্কে লিখেছেন, ‘নেতাদের মধ্যে যদি এ রকম অনন্য মানুষ থাকত, তাহলে মানুষের পৃথিবী কত আলাদা আর ভালো হতো।’ বিশ্বযুদ্ধের কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘আপনাদের বাড়িতে যে সময়গুলো কাটিয়েছি এবং যে সময়গুলো এই চমৎকার মানুষটির সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, সেগুলো আমার বাকি জীবনের সুন্দরতম স্মৃতি হয়ে থাকবে। একটা মর্মান্তিক ঘটনা আমাদের বিচ্ছিন্ন করে ফেলেছিল, সেই সত্যটা আমি বদলাতে পারব না।’

দুনিয়া পাল্টে দেওয়া এক তত্ত্বের আবিষ্কারক হওয়ার পরও ম্যাক্স প্ল্যাঙ্ক নিয়ে আলোচনা সেভাবে হয়নি। অথচ এর বিপরীতে আরেক দুনিয়া কাঁপানো আপেক্ষিকতা তত্ত্বের আবিষ্কারক আলবার্ট আইনস্টাইন বরাবরই ছিলেন আলোচনায়। তবে বাকি বিশ্বে আলোচনার বাইরে থাকলেও জার্মানিতে ম্যাক্সকে নিয়ে আলোচনা বরাবরই ছিল ও আছে। আর ইংরেজি নির্ভর বিশ্বব্যবস্থায় আলোচনায় না থাকায়, যদিও বা কোয়ান্টাম মেকানিকস নিয়ে কিছু বই পাওয়া যায়, ম্যাক্সকে নিয়ে বাংলায় তেমন ভালো রচনা সেভাবে পাওয়া যায় না। আর এজন্যই আবুল বাসারের লেখা ‘কোয়ান্টাম তত্ত্বের জনক–ম্যাক্স প্ল্যাঙ্ক’ বইটি বিশেষ তাৎপর্যপূর্ণ। বিজ্ঞানের আগ্রহীরা এ থেকে এক বিপ্লবী বিজ্ঞানীর প্রাথমিক সাক্ষাৎটুকু যে পেতে পারেন, তা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়।

বই: কোয়ান্টাম তত্ত্বের জনক ম্যাক্স প্ল্যাঙ্ক

লেখক: আবুল বাসার

প্রকাশক: বাতিঘর

প্রকাশকাল: জানুয়ারি ২০২১

প্রচ্ছদ: সব্যসাচী মিস্ত্রী

মূল্য: ২৮০ টাকা

এসএ/

Header Ad
Header Ad

২ আলাদা বিভাগসহ দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ সম্মেলনে। ছবি: সংগৃহীত

কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। বুধবার (৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী।

পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশকে ৪টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার সুপারিশও করা হয়েছে। এছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে গ্রেটার সিটি ‘ঢাকা ক্যাপিটাল সিটি’ গঠনের সুপারিশ করেছে কমিশন।

এছাড়া ইমিগ্রেশনের জন্য পুলিশের আলাদা ইউনিট গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। পাবলিক সার্ভিস পৃথক করে তিনটি পাবলিক সার্ভিস কমিশন গঠনের প্রস্তাবও করা হয়েছে।

এদিকে বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দিয়েছেন।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিচার বিভাগ কোনো দিনও স্বাধীন ছিল না, তাই কমিশন পুরোপুরি স্বাধীন করার প্রস্তাব দিয়েছে। স্থায়ী অ্যাটর্নি সার্ভিস নিয়োগের সুপারিশ করেছে কমিশন। এছাড়া স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠনের সুপারিশ করেছে বিচার সংস্কার কমিশন। পুলিশী তদন্ত অনেক সময় রাজনৈতিক হয়ে থাকে এজন্য এটা দরকার বলে জানানো হয়।

ম্যাজিস্ট্রেট কোর্ট উপজেলা পর্যন্ত নেয়ার সুপারিশ, আর বিভাগীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ নিয়ে যাওয়ার সুপারিশ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

কমিশনগুলোর প্রস্তাবনা নিয়ে সবার সঙ্গে আলাপ করে প্রাইরোটি বেসিসে কিছু প্রস্তাবনাকে একত্রিত করা হবে যেখানে সব পক্ষের স্বাক্ষর থাকবে সেটার নাম হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টাররের কতটুকু বাস্তবায়ন করতে চায় রাজনৈতিক দলগুলো তার উপর নির্ভর করছে নির্বাচন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

Header Ad
Header Ad

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

হাইকোর্টের রায়ে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ সকল আসামি খালাস পেয়েছেন। ১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় এই রায় দেওয়া হয়।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে আসামিপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন কায়সার কামাল ও মো. মাকসুদ উল্লাহ, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান।

এর আগে, গত ৩০ জানুয়ারি মামলার ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শেষে রায়ের জন্য ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।

২০১৯ সালের ৩ জুলাই পাবনার স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর ভারপ্রাপ্ত বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রুস্তম আলী এ মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা বিএনপি, ছাত্রদল ও যুবদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মী ছিলেন বলে জানা গেছে।

পরবর্তীতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয় এবং আসামিরা খালাস চেয়ে আপিল করেন। আজকের রায়ে সবাইকে খালাস দেওয়া হলো।

আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল আদালতের রায়কে স্বাগত জানিয়ে বলেন, "এই মামলায় আইনের চরম অপপ্রয়োগ হয়েছে। কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ না থাকা সত্ত্বেও ৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যা ছিল একটি পক্ষপাতদুষ্ট রায়। মামলার তদন্তও ছিল দুর্বল, অবহেলাজনিত ও কাল্পনিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।"

তিনি আরও বলেন, "এই মামলায় দণ্ডিত ৪৭ জনের মধ্যে ইতোমধ্যে দুজন মারা গেছেন। বাকি ৪৫ জনের মধ্যে ৯ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন, আর বাকিরা গত ৫ আগস্টের পর জামিনে মুক্তি পেয়েছেন।"

উল্লেখ্য, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা খুলনা থেকে সৈয়দপুর যাওয়ার পথে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে হামলার শিকার হন। ট্রেন লক্ষ্য করে গুলিবর্ষণ ও বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানার তৎকালীন ওসি নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। প্রথমদিকে বিএনপির ছাত্রদল নেতা ও ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ সাতজনকে আসামি করা হয়।

পরের বছর তদন্তে কোনো সাক্ষী না পাওয়ায় পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়, যা তৎকালীন বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে গৃহীত হয়। তবে আদালত ওই প্রতিবেদন গ্রহণ না করে অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিতে পাঠান।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়। ১৯৯৭ সালের ৩ এপ্রিল পুলিশ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫২ জন নেতাকর্মীর বিরুদ্ধে নতুন অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়া চলার পর অবশেষে আজ হাইকোর্টের রায়ে সকল আসামিকে খালাস দেওয়া হলো।

Header Ad
Header Ad

হাসিনার লাইভ প্রচারের আগেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ উধাও

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ উধাও। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশি ইথিক্যাল হ্যাকিংগ্রুপ ‘সাইবার কমিউনিটি’র পক্ষ থেকে জানানো হয়েছে তারা ছাত্রলীগের পেজটি নিষ্ক্রিয় করেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুকে একাধিকবার খুঁজেও পেজটি পাওয়া যায়নি।

এদিকে সাইবার কমিউনিটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ফ্যাসিস্ট খুনি হাসিনার সামাজিক যোগাযোগের মাধ্যমে রাত ৯টায় লাইভে আসার কথা।’ সেই প্রেক্ষিতে মঙ্গলবার দিনগত রাত ২.১০ মিনিটে ছাত্রলীগের ওই পেজটি নিষ্ক্রিয় করা হয়েছে। সেই সাথে আওয়ামী লীগের ভেরিফাইড পেজের বিরুদ্ধেও কাজ চলমান।

‘সাইবার কমিউনিটি’ জুলাই আন্দোলনে বাংলাদেশে সাইবার যোদ্ধা হিসেবে মানুষের আস্থার জায়গা করে নিয়েছে, এরই ধারাবাহিকতায় এ উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ বিষয়টি নিয়ে ফেসবুকে লেখেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।

ফেব্রুয়ারিতেই ছাত্র-তরুণের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ফেব্রুয়ারিতেই ছাত্র-তরুণের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। সেখান থেকেই তিনি ও তার দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

২ আলাদা বিভাগসহ দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস
হাসিনার লাইভ প্রচারের আগেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ উধাও
হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা
বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর
গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সবজিবাহী পিকআপ খাদে, চালকসহ নিহত ৩
নতুন রাজনৈতিক দল গঠনে জনগনের মতামত চাইলো হাসনাত  
এই ফটো তোলোস কেন? আদালত চত্বরে শাহজাহান ওমর  
মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত : প্রেস সচিব  
পটুয়াখালীতে বাংলাভিশনের সাংবাদিককে কুপিয়ে জখম  
উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ  
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা হাসনাত আবদুল্লাহর  
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ    
সুইডেনে স্কুলে বন্দুক হামলা নিহত ১০ জন  
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার  
জাবিতে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের ঘোষণা  
মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়েছে, আওয়ামী লীগও বিলুপ্ত হবে : সলিমুল্লাহ খান
ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বীসহ ৮ বুয়েট শিক্ষার্থী আজীবন বহিষ্কার  
জীবননগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক