নতুন বই
১৭তম দিনে এসেছে ১০৮টি
অমর একুশে বইমেলার ১৭তম দিন বৃহস্পতিবার (৩ মার্চ) নতুন বই এসেছে ১১৪টি।
নতুন বইয়ের মধ্যে রয়েছে গল্প ১৮টি, উপন্যাস ১২টি, প্রবন্ধ ২টি, কবিতা ৬০টি, গবেষণা ২টি, ছড়া ১টি, শিশুসাহিত্য ১টি, মুক্তিযুদ্ধবিষয়ক ১টি, ভ্রমণ ১টি, রাজনীতি ২টি, সায়েন্স ফিকশন ২টি ও বঙ্গবন্ধুবিষয়ক ১টি রয়েছে।
উল্লেখযোগ্য বইয়ের মধ্যে-বাংলা একাডেমি প্রকাশ করেছে এহসান চৌধুরীর অনূদিত গল্পগ্রন্থ ‘ফরাসি রূপকথা’ ও শামসুজ্জামান খানের সম্পদনায় ফোকলোর ‘বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা : ময়মনসিংহ’। মুহম্মদ নূরুল হুদার কাব্যগ্রন্থ ‘ভালোবাসার বুকপকেটে’ বের করেছে কাশবন প্রকাশনী থেকে। পাঠক সমাবেশ থেকে বেরিয়েছে মঈনুল হাসানের উপন্যাস ‘নোনা মাটি ধূলিফুল’।
সৈয়দ আজিজুল হকের প্রবন্ধের বই ‘মন ও মনন’ প্রকাশ করেছে কথা প্রকাশ। মুজিব ইরমের নতুন বই ‘আমার বই তোমার বই’ মেলায় প্রকাশ করেছে চন্দ্রবিন্দু প্রকাশন। মেলায় আরও এসেছে ফাহমিদুল হকের ‘চলচ্চিত্র : তত্ত্ব ও গবেষণা’, প্রকাশ করেছে ইউপিএল।
এপি/