নতুন বই
৯ম দিনে এসেছে ১২২টি

অমর একুশে বইমেলার ৯ম দিন বুধবার ( ২৩ ফেব্রুয়ারি) নতুন বই এসেছে ১২২টি।
নতুন বইয়ের মধ্যে রয়েছে গল্প ১৩টি, উপন্যাস ২২টি, প্রবন্ধ ১৩টি, কবিতা ২২টি, গবেষণা ৫টি, ছড়া ৩৩টি, শিশুসাহিত্য ২টি, জীবনীগ্রন্থ ২টি, রচনাবলী ২টি, মুক্তিযুদ্ধবিষয়ক ১০টি, নাটক ১টি, বিজ্ঞান ৪টি, ভ্র্রমণ ৪টি, রাজনীতিবিষয়ক ৩টি, বঙ্গবন্ধুবিষয়ক ১টি, অনুবাদ ২টি ও সায়েন্স ফিকশন ২টি রয়েছে।
পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে-
