হুসাইন আহমাদ মাদানির আত্মজীবনী ‘নকশে হায়াত’ প্রকাশিত
সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য উপমহাদেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ হুসাইন আহমাদ মাদানির আত্মজীবনী ‘নকশে হায়াত’ বাংলায় প্রকাশ করেছে। অনুবাদ করেছেন মুফতি ফয়জুল্লাহ আমান।
বইটির মোড়ক উন্মোচন করা হয় মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর জামিয়া ইকরা বাংলাদেশ মিলনায়তনে।
২ খণ্ডে প্রকাশিত এই বইয়ের মোড়ক উন্মোচন করেন জমিয়তে উলামা হিন্দের সভাপতি হুসাইন আহমাদ মাদানির পৌত্র মাওলানা সায়্যিদ মাহমুদ আসয়াদ মাদানি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম মাওলানা সায়্যিদ আসয়াদ মাদানি (রহ.) এর খলিফা, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
উল্লেখ্য, দেওবন্দের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ হুসাইন আহমাদ মাদানির আত্মজীবনী 'নকশে হায়াত' দুই খণ্ডে প্রকাশিত হয় ১৯৫৪ সালে। আদতে আত্মজীবনী হলেও এই বইয়ের সিংহভাগ জুড়ে রয়েছে ভারতের সামগ্রিক ইতিহাস। ব্রিটিশ সম্রাজ্যের শুরু থেকে শেষ অবধি শোষণ এবং শাসনের পূর্ণাঙ্গ দলিল হিসেবে ইতিহাসে বইটি চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। উপমহাদের স্বাধীন এবং সার্বভৌমত্বকামী মানুষদের আন্দোলন, বিপ্লব এবং রাজনৈতিক চিন্তা চেতনার স্বরূপ জানতে বইটির কোনো বিকল্প নেই।
মুফতি ফয়জুল্লাহ আমান উপমহাদেশের বৃহত্তর ধর্মীয় বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের কৃতী ছাত্র। সেখানে দাওরায়ে হাদিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। লেখালেখি, সম্পাদনা ও অনুবাদ তার অন্যতম একটি কাজের ক্ষেত্র। ঐতিহ্য প্রকাশিত তার দুটি বই ‘টুয়ার্ডস মক্কা’ ও ‘ভারতনামা’ ইতোমধ্যে পাঠকদের নজর কেড়েছে।
এপি/