বইমেলা কতদিন চলবে জানা যাবে আজ

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা কতদিন চলবে তা জানা যাবে আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।
এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলা একাডেমি প্রকাশক প্রতিনিধি ও মেলা সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসছে।
করোনা মহামারির কারণে বইমেলা এবার নির্ধারিত সময়ের চেয়ে দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছে। মেলা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানানো হয়। যদিও মেলা ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পর্যন্ত নিয়ে যাওয়ার দাবি ছিল প্রকাশকদের।
মেলার উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশকদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে মেলার সময়সীমা বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
মেলা আয়োজক কমিটির সদস্য সচিব ড. জালাল আহমদ ঢাকাপ্রকাশকে জানান, বইমেলা কতদিন চলবে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য বৈঠক আহ্বান করা হয়েছে।
এপি/টিটি
