হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে সাউথ এশিয়া ইনস্টিটিউট চত্বরে স্থাপিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় একুশের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন প্রফেসর হান্ড হার্ডার, প্রফেসর ড. রাহুল মুখার্জী ও বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
পুষ্পার্ঘ্য অর্পণের পর কবিতা আবৃত্তি ও একুশের গান পরিবেশ করা হয়।
ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন ম্যাডেলিন বার্ন হার্ড, স্বপ্নাদিতা রায়, ড. চৈতি বসু, ফ্রান্সেসকা লুনারি, রিছাল হক ও কৃষ্টিয়ান মালদার প্রমুখ।
এপি/
