শহিদ দিবসে বইমেলায় জনস্রোত
কেউ সাদা-কালো পোশাকে, কেউ শহিদ শোকের রঙে, আবার কেউ হলুদ-কমলাসহ নানা রঙের ফুল-পোশাকে ফাগুন সাজে ঘর থেকে বেরিয়েছেন আজ।
আবার কেউ কেউ একই অঙ্গে নিলেন শোকের ও বসন্তের আবেশ। যেন অমর একুশে ফেব্রুয়ারি ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ একইসঙ্গে শোক ও উদযাপনের দিন।
এমন সাজে আজ তারা ঘর থেকে বেরিয়েছে কেন্দ্রীয় শহিদ মিনারের উদ্দেশে, সেখানে শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করে আসছেন বইমেলায়। আবার কেউ কেউ ছুটির দিনের বিকালে সোজাসুজি আসলেন বইমেলায়। সরাসরি বা কেন্দ্রীয় শহিদ মিনার হয়ে-যারাই আসছেন বইমেলায় তাদের অনেকেরই হাত ধরে শিশুরাও এসেছে মেলায়।
তার ছাপও চোখে পড়েছে মেলায় বাংলা একাডেমি অঙ্গনে শিশু একাডেমির স্টলে। আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৪টার দিকে এই নিয়ে ঢাকাপ্রকাশের কথা হয় স্টলে দায়িত্ব পালনরত ও শিশু একাডেমির প্রোগ্রাম অফিসার মো. ইফতেখারুল আলমের।
তিনি বলেন, আজ একুশে ফেব্রুয়ারি, আমাদের বিক্রি ভালো হচ্ছে। বিকালের পর আরও ভালো হবে। শিশু একাডেমির স্টলে গল্প ও বিজ্ঞানের বই বেশি হচ্ছে বলেও তিনি জানান।
একই অঙ্গনে অবস্থিত বাংলা একাডেমির স্টলের (প্যাভিলিয়ন ৪) মোহাম্মদ দাউদ উদ্দিন ঢাকাপ্রকাশকে মেলার দুটি প্রবেশদ্বারে ক্রেতা-দর্শনার্থীর সারি দেখিয়ে বলেন, ঐ যে দেখেন, আজ দুপুর ১২টার পর থেকে ক্রেতা-দর্শনার্থীর চাপ বাড়ছে। আশা করি সন্ধ্যা পর্যন্ত আরও বাড়বে।
তিনি বলেন, বাংলা একাডেমির স্টলে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে অভিধান ও বঙ্গবন্ধুর বই।
এমএ/এমএমএ/