৬ষ্ঠ দিনের চালচিত্র
হঠাৎ বৃষ্টিতে মেলায় ছন্দপতন

দুই দিন জমজমাট থাকার পর হঠাৎ বৃষ্টিতে অমর একুশে বইমেলায় ছন্দপতন ঘটলো। রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে হঠাৎ শুরু হওয়া বৃষ্টি উৎসব-আনন্দে যেন ছাই ঢেলে দিল। ফলে প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে যেমন দুর্ভোগ পোহাতে হয়েছে, তেমনি বিপাকে পড়েন দর্শনার্থীরা।
শুক্র ও শনিবারের ছুটির দিনের মতো বিপুল জনসমাগম ছিল না। তারপরও অনেকেই এসেছিলেন মেলায় নতুন বইয়ের সন্ধানে। শুধু ঘুরে বেড়ানোর জন্য এসেছিলেন, এদের সংখ্যাও কম ছিল না।
সবই ঠিকঠাক চলছিল। এর মধ্যে আকাশজুড়ে হঠাৎ দেখা দেয় মেঘের আনাগোনা। বিকাল ৪টার দিকে বাগড়া বাধে টিপটিপ বৃষ্টি, সঙ্গে ঝড়ো বাতাস। এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। প্রস্তুত ছিলেন না দর্শনার্থীরাও।
প্রকাশনা প্রতিষ্ঠানের কর্মীরা বৃষ্টির পানি থেকে রক্ষার জন্য বইগুলো পলিথিনের চাদরে ঢেকে দেন। পাঠক-দর্শনার্থীরা ছুটেন আশ্রয়ের খোঁজে। কিন্তু বিপুল সংখ্যক দর্শক ধারণ করার মতো পর্যাপ্ত ছাউনি নেই বিশাল প্রাঙ্গণে।
বাংলা একাডেমি প্রাঙ্গণের মানুষজন বিভিন্ন ভবনে গিয়ে আশ্রয় নেন। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মানুষজন দুই প্রান্তের অনুষ্ঠান মঞ্চে আশ্রয় নিয়েছেন। তবে অনেকেই বৃষ্টিকে পাত্তা না দিয়েই ঘুরাফেরা করেছেন। জমজমাট মেলা প্রাঙ্গণ বৃষ্টির কারণে অনেকটা ফাঁকা হয়ে আসে। তবে সাড়ে ৫টার দিকে বৃষ্টি থেমে গেলে আবার জনসমাগম বাড়তে থাকে মেলা প্রাঙ্গণে।
শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী কবি রবীন আহসান বলেন, বৃষ্টির মধ্যে আমাদের বইবাড়িতে অনেকেই আশ্রয় নিয়েছিলেন। ফলে আমাদের বিক্রিও হয়েছে ভালোই। এবারের মেলা ভালো জমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এপি/
