নতুন বই
পঞ্চম দিনে এলো ১৪৩টি
অমর একুশে বইমেলার পঞ্চম দিন, শনিবার (১৯ ফেব্রুয়ারি) এলো ১৪৩টি নতুন বই।
নতুন বইয়ের মধ্যে রয়েছে উপন্যাস ১৮টি, গল্প ২০টি, প্রবন্ধ ৯টি, কবিতা ২৮টি, গবেষণা ২টি ও ছড়া ৩টি। আরও রয়েছে শিশুসাহিত্য ৫টি, জীবনীগ্রন্থ ৫টি, রচনাবলী ১টি, মুক্তিযুদ্ধবিষয়ক ৭টি, বিজ্ঞান ৪টি, ভ্রমণ ৩টি, ইতিহাস ৩টি, রাজনীতি ১টি, বঙ্গবন্ধুবিষয়ক ৬টি, ধর্মীয় ১টি, অনুবাদ ১টি, সায়েন্স ফিকশন ৪টি ও অন্যান্য বই ২২টি।
আগামী প্রকাশনী মেলায় এনেছে ৯টি নতুন বই। এম আবদুল আলীম-এর ‘রাষ্ট্রভাষা-আন্দোলন : জেলাভিত্তিক ইতিহাস’, ড. ওয়াহিদুজ্জামান-এর কবিতার বই ‘মনের মন্দিরে বঙ্গবন্ধু’, আসাদুজ্জামান আসাদ-এর ‘মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী সমাজের রাজনৈতিক ভূমিকা’, সিরাজুল ইসলাম মুনির-এর উপন্যাস ‘নদী জীবন চরজীবন’, ড. মোহাম্মদ হাননান সম্পাদিত ‘বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ : ডায়েরীর পাতা থেকে’ ও জেবুন নাহার-এর কবিতার বই ‘অন্তরালে’, রাহমান নাসির উদ্দিন-এর ইতিহাস বই ‘রাষ্ট্রহীন রোহিঙ্গার জীবন দোদুল্যমান বর্তমান ও অনিশ্চিত ভবিষ্যৎ’ জিল্লুর রহিম-এর ‘ঢাকার মুজিব মুজিবের ঢাকা’ এবং বিধান চন্দ্র পাল-এর ‘পরিবেশ প্রতিবেশ’।
ময়ূরপঙ্খি মেলায় এনেছে দুইটি নতুন বই। আনা পি দেউয়িয়ানা-এর শিশুতোষ গল্প ‘ফুলের দেশের রাজপুত্র’ ও ইনা ইনং-এর শিশুতোষ গল্প ‘আমাদের শিক্ষক সিংহমশাই’।
সময় প্রকাশন মেলায় এনেছে দুইটি নতুন বই। নাছিমা খান-এর শিশু কিশোর গল্প ‘পাহাড় কন্যা ওয়াসফিয়া’ ও রুশদী শামস-এর বৈজ্ঞানিক কাহিনি ‘ফিনিক্স প্রটোকল’।
ড. মুহম্মদ এমদাদ হাসনায়েন ও ড. সারিয়া সুলতানার গবেষণামূলক গ্রন্থ ‘কুষ্টিয়ার তাঁতশিল্প’ মেলায় এনেছে কণ্ঠধ্বনি প্রকাশনী।
কামাল হোসাইন-এর শিশুতোষ গল্প ‘সেদিন মেধা যা করেছিল’ ও বিচিত্রা সেন-এর উপন্যাস ‘ওরা ফেরেনি কেউ’ এনেছে শিশু গ্রন্থকুটির।
শামীমা ইসলাম-এর স্মৃতিকথা ‘স্মৃতির করিডোর’ বের করেছে সময়ের সুর প্রকাশনা।
শাহনাজ হোসনে জাহান-এর গবেষণাগ্রন্থ ‘মেরিটাইম পার্ট ইন বেঙ্গল’ প্রকাশ করেছে টাঙ্গন।
মো. মনিরুজ্জামান-এর কবিতার বই ‘রূপান্তরিত’ বের করেছে অনুভব প্রকাশনী।
শবনম শিউলী-এর অনুকাব্যগ্রন্থ ‘নীলিমায় ভেসে যাওয়া মেঘ’ ও আসাদ সরকার-এর শিশুতোষ ছড়া ‘মটকু ভূত’ প্রকাশ করেছে সাহিত্যের সন্ধানে।
আবু আলী-এর ‘শেয়ার বাজারের সহজপাঠ’ প্রকাশ করেছে ম্যাগনাম ওপাস।
শান্তা মারিয়া’র ইতিহাস গ্রন্থ ‘আমি বেগম বাজারের মেয়ে’ ও হাসনাইন মঞ্জুর মুর্শেদ-এর গল্প ‘লকডাউনে জ্যোৎস্না’ এনেছে পলল প্রকাশনী।
শোভা প্রকাশ এনেছে ৪টি নতুন বই। শাহারিয়ার সোহাগ-এর কবিতার বই ‘আদিবা’, আহমাদ আবদুল হাকিম-এর প্রবন্ধগ্রন্থ ‘মদীনা সনদ’, ড. শাওকি আবু খলিল-এর ‘কুরআনের ভূগোল’ এবং শাহরিয়ার সোহাগ-এর উপন্যাস ‘চুড়িহাট্টা মোড়’।
ডালিয়া লায়লা’র ছোটগল্প ‘না-মেলানো সমীকরণ’ এনেছে আজকাল প্রকাশনী।
শ্রাবণ প্রকাশনী মেলায় এনেছে ৪টি নতুন বই। কপিল ঘোষ-এর মুক্তিযুদ্ধগ্রন্থ ‘বোহেমিয়ান যুদ্ধজীবন’, মো. মিনহাজ উদ্দীন-এর সাক্ষাৎকারগ্রন্থ ‘রনো ও অন্যান্য একাত্তর’, আলতাব হোসেন প্রবন্ধ ‘জলবায়ুর দৃশ্যমান প্রভাব প্রেক্ষিত বাংলাদেশ’ এবং নাসির আহমেদ-এর ‘১৯৭১ সাত ভাইয়ের স্বাধীনতা সংগ্রাম’।
অবসর প্রকাশনা সংস্থা মেলায় এনেছে ৩টি নতুন বই। মুহম্মদ ইব্রাহীম-এর উপন্যাস ‘দূরে আরও দূরে’, ড. মো. মকসুদুর রহমান-এর ‘বঙ্গবন্ধু : একটি আদর্শের নাম’ এবং সুলতান মাহমুদ-এর ‘বঙ্গবন্ধুর কিশোর বেলা’।
বিদ্যাপ্রকাশ প্রকাশ করেছে ৩টি নতুন বই। মোজাফ্ফর হোসেন সম্পাদিত গল্প-প্রবন্ধ-সাক্ষাৎকার বিষয়ক ‘গুরনাহ পাঠ’, শারমিন সাথী’র গল্প ‘মধুবন রিসোর্ট’ ও শিউলী খন্দকার-এর উপন্যাস ‘অন্তরে অন্য নারী’।
প্রকাশনা সংস্থা মূর্ধণ্য মেলা এনেছে ৩টি নতুন বই। ড. মোখলেছুর রহমান-এর ‘একজন মুক্তিযোদ্ধার স্মৃতিকথা’, মাহফুজা খানম সম্পাদিত ‘ব্যারিস্টার শফিক আহমেদ সম্মাননাগ্রন্থ’ ও ড. আবদুল আজিম শাহ্-এর ‘প্রকৃতি, ভারতবর্ষ ও মাইজভাণ্ডারী দর্শন’।
জয়দীপ দে’র উপন্যাস ‘ওপারে আঁধার’ ও নজরুল ইসলাম-এর কাব্যগ্রন্থ ‘পরীক্ষায় নীলগ্রহ’ কিংবদন্তী পাবলিকেশন প্রকাশ করেছে।
অনিন্দ্য প্রকাশ মেলায় এনেছে ৫টি নতুন বই। এম মামুন হোসেন-এর প্রবন্ধের বই ‘আদি অন্তে ঢাকা’, মোশতাক আহমেদ-এর ‘প্যারাসাইকোলজি থ্রিলার মন জোছনার কান্না’, মালেক মুস্তাকিম-এর কবিতার বই ‘আমি হাঁটতে গেলে পথ জড়িয়ে যায় পায়ে’ এবং আনিকা তাহসিন-এর ‘ক্যান্সারজয়ী তরুণীর দিনলিপি বিষে বিষক্ষয়’।
আহমেদ বাসার-এর কবিতার বই ‘মর্ত্যরে মাছিরা’ অনিন্দ্য প্রকাশ
আদর্শ মেলায় এনেছে ৭টি নতুন বই। উম্মে সাইমুন-এর ‘ছোটোদের স্পোকেন ইংলিশ’, ফিরোজা বহ্নি ও চমক হাসান-এর ছোটোদের গল্পকাহিনি ‘টুটুম জানতে চায় মেঘের কথা’, মুনির হাসান-এর ‘যে অঙ্কে কুপোকাত আইনস্টাইন’, আসিফ সিবগাত ভূঞ’র ‘সহজ কুরআন’, মিশাল ইসলাম-এর ‘সৃষ্টির উল্লাসে রোবোটিকস’, জাকির হোসাইন-এর ‘পাইথন প্রোগ্রামিং ৩.১০’ ও মারুফ মল্লিক ‘বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ’।
জহিরুল হাসনাইন-এর ‘কিছু গানের কথা’, মনিরুন নাহার-এর ছড়াগ্রন্থ ‘ফোঁকলা দাঁতের হাসি’, সাহিদা সুলতানা রীমা সম্পাদিত কবিতা সংকলন ‘এক মলাটের কাব্য- ১’, মামুন কবীর-এর প্রবন্ধগ্রন্থ ‘ইদানিং বাংলাদেশ’, জুলফিকার চমন-এর গানের বই ‘চমনের কাব্যকথা’, রুদ্র বারী’র কাব্যগ্রন্থ ‘কণ্ঠনাদ’, নাসরিন রুন’র ছোটগল্প ‘অসম প্রেম’, আনোয়ার কামাল-এর ‘সমকালীন সাহিত্য পাঠ- পাঠান্তর’, জান্নাত আফরোজ প্রকৃতি’র কবিতাগ্রন্থ ‘খাঁচা-বাগিচা কাব্য’ প্রকাশ করেছে এবং মানুষ প্রকাশনী।
সাদিক ইসলাম-এর আত্ব উন্নয়নমূলক গ্রন্থ ‘জীবন পরিবর্তনের মন্ত্র’ প্রকাশ করেছে উত্তরণ।
মাহবুব মোরশেদ-এর ‘অপ্রকাশিত জীবনানন্দ’ প্রকাশ করেছে আদর্শ।
গুলজার হোসেন গরিব-এর কাব্যগ্রন্থ ‘একরোয়া মাটি কোথাও নেই তার’ বের করেছে অনুভব প্রকাশনী।
কথাপ্রকাশ মেলায় প্রকাশ করেছে আবুল কাশেম-এর ‘ইতিহাসের মুহূর্ত ইতিহাসের মানুষ’, আফসানা বেগম-এর গল্প ‘মুখোশের আড়ালে’, আবু মো. দেলোয়ার হোসেন ও মিল্টন কুমার দেব-এর ‘স্যার এ এফ রহমান’ এবং দীপু মাহমুদ-এর গল্প ‘মিশরের ডায়েরি’।
শাহনাজ আলম সম্পাদিত ‘আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’, ফকির আলমগীর-এর ‘দেশরত্ন শেখ হাসিনা’, এম এ মান্নান-এর ‘বাঙালির নয়নমনি মহান মুজিবুর রহমান’, আ. ন. ম মিজানুর রহমান পাটওয়ারীর ‘রাসেল সোনার গল্প’ এবং ড. মোহাম্মদ আলমাস আলী খান-এর গল্পগ্রন্থ ‘শেখ রাসেল : একটি অভাবনীয় সম্ভাবনার নৃশংস হত্যা’ বের করেছে মিজান পাবলিশার্স।
মোহাম্মদ মনিরুল হক-এর কবিতার বই ‘আমার পণ’, মোহাম্মদ মনিরুল হক-এর কাব্যগ্রন্থ ‘শিখর’ ও মোহাম্মদ মনিরুল হক-এর উপন্যাস ‘টুনি’ এনেছে রচনা প্রকাশ।
অনন্যা মেলায় এনেছে কবি মুহম্মদ নূরুল হুদা’র ‘কবিতা সমগ্র-৩’, ইমদাদুল হক মিলন-এর গল্পগ্রন্থ ‘অচিন ফুলের গন্ধ’, শানারেই দেবী শানু’র
উপন্যাস ‘ঘুণমানুষ’ ও আইয়ুব মুহাম্মদ খান-এর উপন্যাস ‘যে কখনো ভালোবাসে’।
মোহাম্মদ দুদু মিয়া সরকার-এর ‘মুক্তিযুদ্ধ মুজিববাহিনী ও আমার জীবনী’ বের করেছে আবিষ্কার।
নাঈম মোজাম্মেল-এর প্রবন্ধ ‘সাহিত্যবীক্ষণ’ এনেছে ভাষা প্রকাশ।
সাইমন জাকারিয়া’র ‘সাধক কবিদের রচনায় বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি’ প্রকাশ করেছে বাংলা একাডেমি।
মুসা আল হাফিজ-এর রাসুলুল্লাহর জীবনী ‘রাসুলুল্লাহ (সা.) প্রথম খণ্ড’ এনেছে শোভা প্রকাশ।
মো. এনামুল হক-এর ভ্রমণকাহিনী ‘ঢাকা থেকে ইস্তাম্বুল’ এনেছে পার্ল পাবলিকেশন্স।
এমদাদুল হাসান-এর ভ্রমণকাহিনী ‘স্বপ্নের ইউরোপ’ বের করেছে শব্দশৈলী।
মাইনুল ইসলাম মানিক-এর প্রবন্ধ ‘হিরন্ময় বানপ্রস্থ’ এনেছে পাঞ্জেরী পাবলিকেশন্স লি.।
হেমন্তী হায়দার ও শাওন্তী হায়দার সম্পাদিত স্মারকগ্রন্থ ‘রশীদ হায়দার’ বের করেছে জয়তী।
আবু বকর ভূঁইয়া’র প্রবন্ধ ‘বাঙালি জাতির আত্মপরিচয়’ এনেছে বিভাস।
মোহাম্মদ সুবাস উদ্দিন-এর ‘বঙ্গবন্ধুর জয়যাত্রা ও শাহ আবদুল করিম’ এনেছে উৎস প্রকাশন।
এপি/