বিশ্বজুড়ে মানবিক সংকট নিয়ে
মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী
বিশ্বজুড়ে মানবিক সংকট প্রতিদিনই খবরের শিরোনাম হচ্ছে। এই ট্র্যাজেডিগুলোর সঙ্গে সম্পর্কিত চিত্রগুলো প্রায়শই অশ্রু, যন্ত্রণা, ক্ষুধা, হতাশা, একাকীত্ব, বিচ্ছেদ, জনশূন্যতা ইত্যাদির সঙ্গে সম্পর্কিত। মানুষ কখনো কখনো সংকট, সহিংসতা, সশস্ত্র সংঘাত এবং প্রাকৃতিক দুর্যোগের এই সমস্ত চিত্রগুলোর দ্বারা অসহায় বোধ করে।
সমসাময়িক এই সব বিষয় নিয়ে বিশেষ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী ‘মানবিক নীতি: এখানে এবং এখন’ বা ‘হিউম্যানটেরিয়ান প্রিন্সিপাল: হেয়ার অ্যান্ড নাউ’ শুরু হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরের ৫ম তলার অস্থায়ী গ্যালারিতে।
মুক্তিযুদ্ধ জাদুঘর, সুইস ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রস (আইসিআরসি) ও ফটো এলিসি লুসানে যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) মাসব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশস্থ সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস (আইসিআরসি)-এর বাংলাদেশস্থ প্রতিনিধি দরের প্রধান কাৎজা লরেনজ এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব সারা যাকের স্বাগত বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ট্রাস্টি মফিদুল হক।
প্রদর্শনীটি রবিবার ব্যতীত প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টা, আগামী ২৪ ফ্রেরুয়ারি পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
এপি/