জাতীয় নৃত্য উৎসবের দ্বিতীয় দিনে ২২ দলের পরিবেশনা
জাতীয় নাট্যশালা মিলনায়তনে শিল্পকলা একাডেমি আয়োজিত ‘জাতীয় নৃত্য উৎসব’-এর দ্বিতীয় দিন শুক্রবার (২১ জানুয়ারি) ২২টি নৃত্য দল তাদের নতুন নৃত্য প্রযোজনা উপস্থাপন করেছে।
নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র ‘আলোর পথে’, ধীনা ডান্স একাডেমি ‘বৈচিত্রে সৌন্দর্যে স্বাধীনতা’, ধৃতি নর্তনালয় ‘জয়ের আলোকবর্তিকা’, নৃত্যাঙ্গন নৃত্যকলা ‘সূবর্ণ বৃক্ষ’, নৃত্যাশ্রম ‘আবার আসিব ফিরে’, একাডেমি ফর মনিপুরী কালচার এন্ড আর্টস ‘বঙ্গমাতা’, কত্থক নৃত্য সম্প্রদায় ‘নারীর মুক্তিযুদ্ধ’, ধ্রুপদালোক ‘প্রদীপ্ত অগ্নি শিখা’, নর্তন ‘আলোর পথযাত্রী’ ও ঘাস ফুল নদী ‘আলোকিত জয়যাত্রা’ পরিবেশন করে।
এ ছাড়াও দীক্ষা ‘স্মৃতিতে সোহাগপুর’, নৃত্যকথা ‘গণমাধ্যমে মুজিব’, কং নৃত্যালয় ‘বঙ্গবন্ধুর বিজয় উল্লাস’, নৃত্যাঙ্গন ‘জাতির পিতা আসুন আরেকটি বার’, সপ্তস্বর সংগীত বিদ্যাপাঠ ‘আলোর দিশারী’, নিশুতি ‘অবরুদ্ধ থেকে অনিরুদ্ধ’, ধ্রুপদী নৃত্যালয় ‘পরিচয় ধানমন্ডি ৩২’, নৃত্যাক্ষ ‘সোনার বাংলার সোনার ছেলে আমার বঙ্গবন্ধু’, নবরস ‘মহাকাব্যের স্বপ্নদ্রষ্টা’, স্পন্দন ‘দামাল ছেলে’, শিখর কালচারাল অর্গানাইজেশন ‘সেই অন্ধকার’ ও ম্যাশ মাহাবুব কোরিওগ্রাফি টীম ‘ভেতর-বাহির’ নৃত্য প্রযোজনা উপস্থাপন করে।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের পরিবেশনা এছাড়াও বিভিন্ন সংগঠন একই সময়ে নিজ নিজ জেলায় তাদের প্রযোজনা মঞ্চস্থ করছে।
শনিবার (২২ জানুয়ারি) উৎসবের উৎসব শেষ দিনে ২৭টি সংগঠন তাদের প্রযোজনা মঞ্চায়ন করবে।
একাডেমির ফেইসবুক পেইজে (facebook.com/shilpakalapage) উৎসবের পরিবেশনা সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
এপি/