এবারের বইমেলায় নতুন প্রকাশিত বই ৩ হাজার ৭৩০টি
মেলার ২৭তম দিনে আজ নতুন বই এসেছে ২৬৭টি। গতকাল সোমবার এ সংখ্যা ছিল ১৫৮টি। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৩০টিতে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, মঙ্গলবার মেলায় গল্প ৩৯টি, উপন্যাস ২৪টি, প্রবন্ধ ১১টি, কবিতা ১২১টি, গবেষণা ৫টি, ছড়া ৩টি, শিশুসাহিত্য ২, জীবনী ৯টি, রচনাবলি ২টি, মুক্তিযুদ্ধ ৪টি, নাটক ৬টি, বিজ্ঞান ১টি, ভ্রমণ ২টি, ইতিহাস ৭টি, রাজনীতি ২টি, চিকিৎসা/স্বাস্থ্য ৩টি, বঙ্গবন্ধু ২টি, রম্য/ধাঁধা ১টি, ধর্মীয় ১টি, অনুবাদ ৫টি, অভিধান ৩টি, সায়েন্স ফিকশন ২টি এবং অন্যান্য ১২টি বই নতুন এসেছে।
এদিকে আজ মঙ্গলবার ‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন বাদল সৈয়দ, সালাহ উদ্দিন মাহমুদ, সৌম্য সালেক এবং পলি শাহিনা।
এসজি