মেলার ২৭তম দিনে নতুন বই এসেছে ১৫৮টি
মেলার ২৭তম দিনে আজ নতুন বই এসেছে ১৫৮টি। গতকাল রবিবার এ সংখ্যা ছিল ১৫৫টি। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৪৬৩টিতে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, সোমবার মেলায় গল্প ২৪টি, উপন্যাস ৯টি, প্রবন্ধ ৯টি, কবিতা ৬৭টি, গবেষণা ৭টি, ছড়া ২টি, জীবনী ৬টি, রচনাবলি ৩টি, মুক্তিযুদ্ধ ৩টি, নাটক ৩টি, বিজ্ঞান ২টি, ভ্রমণ ২টি, ইতিহাস ৩টি, রাজনীতি ১টি, চিকিৎসা/স্বাস্থ্য ২টি, বঙ্গবন্ধু ৩টি, রম্য/ধাঁধা ১টি, ধর্মীয় ২টি, অনুবাদ ৪টি, অভিধান ১টি, সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য ৩টি বই নতুন এসেছে।
মঙ্গলবারের (২৮ ফেব্রুয়ারি) সময়সূচি ও আলোচনা অনুষ্ঠান: অমর একুশে বইমেলার শেষদিনে আগামীকাল ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মেলা বেলা ৩টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।
বিকাল ৫টায় সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৩’-এর সদস্যসচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম। বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।
অনুষ্ঠানে সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার-২০২২, কবি জসীমউদদীন সাহিত্য পুরস্কার-২০২৩ এবং অমর একুশে বইমেলা-২০২৩ উপলক্ষে বিভিন্ন গুণীজন স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।
এসজি