বইমেলার ২৬তম দিনে নতুন বই এসেছে ১৫৫টি
বইমেলার ছাব্বিশতম দিনে নতুন বই এসেছে ১৫৫টি। গতকাল শনিবার এ সংখ্যা ছিল ১৮৫টি। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩০৫টিতে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা যায় রবিবার মেলাতে, গল্প ১০টি, উপন্যাস ২৭টি, প্রবন্ধ ১৫টি, কবিতা ৬৮টি, গবেষণা ১টি, ছড়া ২টি, শিশুসাহিত্য ১টি, জীবনী ৩টি, মুক্তিযুদ্ধ ৩টি, নাটক ১টি, বিজ্ঞান ১টি, ভ্রমণ ১টি, ইতিহাস ১টি, চিকিৎসা/স্বাস্থ্য ১টি, বঙ্গবন্ধু ২টি, অনুবাদ ২টি এবং অন্যান্য ১৬টি বই নতুন এসেছে।
আগামীকালের সময়সূচি ও আলোচনা অনুষ্ঠান: আগামীকাল অমর একুশে বইমেলার সাতাশতম দিনে ২৭ ফেব্রুয়ারি (সোমবার) মেলা বেলা ৩টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।
বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে বিশ্ববাঙালির সাহিত্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন আলম খোরশেদ। আলোচনায় অংশগ্রহণ করবেন এএফএম হায়াতুল্লাহ, আ-আল মামুন, জসিম মল্লিক।
এমএমএ/