বইমেলার ২৫তম দিনে নতুন বই এসেছে ১৮৫টি
বইমেলার পঁচিশশতম দিনে নতুন বই এসেছে ১৮৫টি। গতকাল শুক্রবার এ সংখ্যা ছিল ২৩৯টি। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১৫০টিতে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা যায় বুধবার মেলাতে, গল্প ২৩টি, উপন্যাস ১৯টি, প্রবন্ধ ১১টি, কবিতা ৬৬টি, গবেষণা ১টি, ছড়া ১০টি, শিশুসাহিত্য ৪টি, জীবনী ৭টি, মুক্তিযুদ্ধ ৩টি, নাটক ২টি, বিজ্ঞান ১টি, ভ্রমণ ২টি, ইতিহাস ৪টি, চিকিৎসা/স্বাস্থ্য ১টি, বঙ্গবন্ধু ১টি, রম্য/ধাঁধা ১টি, ধর্মীয় ২টি, অনুবাদ ৬টি, সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য ২০টি বই নতুন এসেছে।
আগামীকালের সময়সূচি ও আলোচনা অনুষ্ঠান: আগামীকাল অমর একুশে বইমেলার ছাব্বিশতম দিনে ২৬ ফেব্রুয়ারি (রবিবার) মেলা বেলা ৩টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।
বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে স্থানীয় সাহিত্যের বৈভব ও জেলা সাহিত্যমেলা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন সাইমন জাকারিয়া। আলোচনায় অংশগ্রহণ করবেন মুন্সি আবু সাইফ, সাহেদ মন্তাজ এবং মুহাম্মদ মোজাম্মেল হক।
এমএমএ/