মেলার ২৩তম দিনে নতুন বই এসেছে ৭৮টি
মেলার ২৩তম দিনে আজ (২৩ ফেব্রুয়ারি) নতুন বই এসেছে ৭৮টি। গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) এ সংখ্যা ছিল ৬৪টি। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭২৬টিতে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, বুধবার মেলায় গল্প ১২টি, উপন্যাস ৭টি, প্রবন্ধ ৬টি, কবিতা ৩২টি, ছড়া ২টি, জীবনী ৪টি, নাটক ৪টি, ভ্রমণ ২টি, ইতিহাস ২টি, অনুবাদ ২টি এবং অন্যান্য ৫টি বই নতুন এসেছে।
শুক্রবারের (২৪ ফেব্রুয়ারি) সময়সূচি ও আলোচনা অনুষ্ঠান: অমর একুশে বইমেলার ২৪তম দিনে ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) মেলা বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।
শিশুপ্রহর: আগামীকাল সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় শিশুপ্রহর চলবে।
সকাল সাড়ে ১০টায় নাট্যজন ফেরদৌসী মজুমদারের সভাপতিত্বে শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী মুস্তাফা মনোয়ার।
বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে রাশিদ আসকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে আধুনিকতা, উত্তর-আধুনিকতা ও পরবর্তীকালের সাহিত্যতত্ত্ব শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মাসুদুজ্জামান। আলোচনায় অংশগ্রহণ করবেন নিরঞ্জন অধিকারী, এজাজ ইউসুফী, বিপ্লব মোস্তাফিজ।
এসজি