বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ | ১১ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

খ্যাতিমান লেখকদের পুরোনো বইয়ে আগ্রহ পাঠকের

প্রতিনিয়তই অমর একুশে বইমেলায় যুক্ত হচ্ছে নতুন কিছু বই। মেলার অষ্টম দিনে আজ (৮ ফেব্রুয়ারি) নতুন বই এসেছে ১১৪টি। তবে নতুন বইয়ের মাঝেও পাঠক খুঁজছেন খ্যাতিমান লেখকদের পুরোনো বই। যার সত্যতা মেলে বিক্রয়কর্মীদের কথায়।

বুধবার বেলা ৩টা থেকে শুরু হয় মেলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পাঠক-দর্শনার্থীদের সংখ্যাও। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, দু-একজন নবীন লেখক জায়গা করে নিতে পারলেও পাঠকদের আগ্রহ খ্যাতিমান লেখকদের পুরোনো বইয়ে। এমনকি পুরোনো বিখ্যাত বইগুলো নিয়ে ছবি তুলতেও দেখা গেছে অনেককেই।

জাকিরুল ইসলাম নামে এক শিক্ষার্থী জানান, বিভূতিভূষণের আরণ্যক ও রবি ঠাকুরের শেষের কবিতা কিনেছেন তিনি। তিনি বলেন, বাংলা সাহিত্যে তাদের লেখায় একটি শক্তিশালী সুর পেয়েছি। বিশেষত বাংলার গ্রামীণের যে আবহ তা জানতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেরা। আর শেষের কবিতা অনেক আগেই পড়া হয়েছে। উপহার দেওয়ার জন্য এটি কেনা হয়েছে।

এদিকে জাকিরুলের মতো তাসনুমা বর্ষা ছোট বোনকে উপহার দিতে কিনেছেন উপেন্দ্রনাথ কিশোর রায়ের চিরকালের সেরা কিশোর উপন্যাস। বর্ষা বলেন, উপন্যাসটি আমার পড়ে অনেক ভালো লেগেছে, তাই এটি কেনা।

কেন নতুন লেখকের বই উপহার দেওয়া হয় না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বই পড়ুয়া ব্যাতীত অনেকেই নতুন লেখককে চেনেন না। আর প্রচলিত লেখকের বই উপহার হিসেবে বেস্ট বলেই মনে হয়। তা ছাড়া এখনকার লেখকের মান নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে।

কথা প্রকাশ প্রকাশনীর বিপণন বিভাগের ইউনুস আলী বলেন, খ্যাতিমান লেখকদের বই বরাবরই পাঠকদের পছন্দের তালিকায় থাকে। তারা আসছেন উল্টিয়ে দেখছেন, তারপর সিদ্ধান্ত নিচ্ছেন। নতুন লেখকের তুলনায় প্রচলিত খ্যাতিমান লেখকের বই তুলনামূলক বেশিই বিক্রি হচ্ছে।

এদিকে আগামী প্রকাশনের বিক্রয়কর্মী অপু মোল্লা বলেন, পাঠকরা বই কিংবা লেখককে যতটা আমলে নিচ্ছেন তার চেয়ে তারা লেখাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। কয়েক পৃষ্ঠা পড়ার পর সিদ্ধান্ত নিচ্ছেন কোন বইটি কিনবেন।

চারুলিপি প্রকাশনের বিক্রয়কর্মী গোলাম কাদের বলেন, এবারের মেলায় শহীদুল্লাহ কায়সার, জাহানারা ইমাম, শামসুল হক, উপেন্দ্রনাথ কিশোর রায়ের চিরকালের সেরা কিশোর উপন্যাস বেশ ভালো বিক্রি হচ্ছে।

এদিকে বেশ কয়েকজন প্রকাশকের সঙ্গে কথা হলে তারা জানান, মেলা বেশ জমতে শুরু করেছে। আশা করছি শেষ ২০ দিন আশানুরূপ বিক্রি হবে।

এসজি

Header Ad
Header Ad

টাঙ্গাইলে

অবৈধ বালু ঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পালিয়ে গেল বালুখেকোরা  

ছবি: সংগৃহীত

 

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বালুখেকোরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলি রেল সেতুর পশ্চিম পাশে গ্যাস লাইন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক।

তিনি জানান, অভিযান চালানোকালে ভ্রাম্যমাণ আদলতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সাথে জড়িতরা পালিয়ে যায়। পরে বালুঘাটে থাকা ভেকু (খননযন্ত্র) ও ট্রাকের ব্যাটারি খুলে নেয়া হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।

এ সময় এলেঙ্গা পৌর ভূমি কর্মকর্তা মো. কামরুজ্জামান সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

নসরুল হামিদের ৯৮ ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন: দুদকের মামলা

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ছবি: সংগৃহীত

৯৮টি ব্যাংক হিসেবে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ৬ হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। মামলাটি করেন দুদকের উপপরিচালক মোস্তাফিজুর রহমান।

এজাহারে বলা হয়, নসরুল হামিদ ২০০৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিজ নামে ৯৮টি ব্যাংক হিসাবে মোট ৩ হাজার ৫৮ কোটি টাকা জমা এবং ৩ হাজার ১৮০ কোটি টাকা উত্তোলন করেন, যা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন।

এ ছাড়া আয়কর নথি অনুযায়ী নসরুল হামিদের পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া যায় মোট ১১ কোটি ৭২ লাখ ৬৭ হাজার ২৪০ টাকা। কিন্তু প্রকৃতপক্ষে অতিরিক্ত সম্পদের পরিমাণ পাওয়া গেছে, যা তাঁর আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ও দুদকের আইনে শাস্তিযোগ্য অপরাধ।

এর আগে গত অক্টোবরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ ৩ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়ার কথা জানায় দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান দল।

সেসময় সংস্থাটি জানায়, কুইক রেন্টাল পাওয়ার প্লান্টের মাধ্যমে সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শত কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের প্রমাণও পাওয়া যায় তাঁর বিরুদ্ধে। প্রতিমন্ত্রী থাকাকালে তাঁর সম্পদ বেড়েছে প্রায় আড়াইগুণ।

Header Ad
Header Ad

ত্রিপুরা পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলার সরই তংগোঝিরি পূর্ব-বেতছড়া এলাকার ত্রিপুরা পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- লামা উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়ার বাসিন্দা স্টিফেন ত্রিপুরা (৫০), মইশৈ ম্যা ত্রিপুরা (৪৮), তংগোঝিরি পাড়ায় বাসিন্দা জোয়াতিং ত্রিপুরা (৫২) ও মো. ইব্রাহিম (৬৫)।

এর আগে মঙ্গলবার গভীর রাতে তংগোঝিরি পূর্ব-বেতছড়া এলাকার ত্রিপুরা পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ১৬টি পরিবারের ঘরবাড়ি পুড়ে যায়। পাড়ায় গির্জা না থাকায় বড়দিন উদযাপনের জন্য তংগোঝিরি নামের আরেকটি পাড়ার গির্জায় গিয়েছিলো পাড়ার লোকজন। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাড়াবাসীর। অগ্নিকাণ্ডের পর বুধবার বিকেলে লামা থানায় সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন গঙ্গা মনি ত্রিপুরা নামে এক ব্যক্তি। মামলা পরে অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অবৈধ বালু ঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পালিয়ে গেল বালুখেকোরা  
নসরুল হামিদের ৯৮ ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন: দুদকের মামলা
ত্রিপুরা পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন গ্রেপ্তার
সচিবালয় কিভাবে আওয়ামী মুক্ত করতে হয় সেটা ছাত্র জনতা জানে: হাসনাত আব্দুল্লাহ
অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা ৩১ জানুয়ারির পর
সচিবালয়ের অগ্নিকাণ্ড তদন্তে উচ্চ পর্যায়ের নতুন কমিটি
টাঙ্গাইলে ২৭ মামলার আসামিসহ ডাকাতচক্রের ৪ সদস্য গ্রেফতার  
তাবলিগ জামাতের কার্যক্রম থেকে বিরত থাকতে সাদ অনুসারীদের অনুরোধ
দেশের অবস্থা ভালো না, শেখ হাসিনা আবারও আসবে: সোলায়মান সেলিম
রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক হলেন মোঃ সুবক্তগীন
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি মির্জা ফখরুলের
বিপিএলে সাকিব না থাকায় হতাশ সুজন
বুধবার রাতে আগুন লেগেছিল ইস্কাটনের সচিব নিবাসেও
পূর্বাচলে হাসিনা পরিবারের প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু  
চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস, পরিবারে শোকের মাতম
বিডা’র আমন্ত্রণে ঢাকায় আসছেন ইলন মাস্ক
সচিবালয়ে আগুন: কারণ খুঁজতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
সরকার হাসিনা আমলের নথি চাওয়ার পরই সচিবালয়ে আগুন: রিজভী
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত
হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইল পুড়িয়ে দিয়েছে: সারজিস