খ্যাতিমান লেখকদের পুরোনো বইয়ে আগ্রহ পাঠকের
প্রতিনিয়তই অমর একুশে বইমেলায় যুক্ত হচ্ছে নতুন কিছু বই। মেলার অষ্টম দিনে আজ (৮ ফেব্রুয়ারি) নতুন বই এসেছে ১১৪টি। তবে নতুন বইয়ের মাঝেও পাঠক খুঁজছেন খ্যাতিমান লেখকদের পুরোনো বই। যার সত্যতা মেলে বিক্রয়কর্মীদের কথায়।
বুধবার বেলা ৩টা থেকে শুরু হয় মেলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পাঠক-দর্শনার্থীদের সংখ্যাও। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, দু-একজন নবীন লেখক জায়গা করে নিতে পারলেও পাঠকদের আগ্রহ খ্যাতিমান লেখকদের পুরোনো বইয়ে। এমনকি পুরোনো বিখ্যাত বইগুলো নিয়ে ছবি তুলতেও দেখা গেছে অনেককেই।
জাকিরুল ইসলাম নামে এক শিক্ষার্থী জানান, বিভূতিভূষণের আরণ্যক ও রবি ঠাকুরের শেষের কবিতা কিনেছেন তিনি। তিনি বলেন, বাংলা সাহিত্যে তাদের লেখায় একটি শক্তিশালী সুর পেয়েছি। বিশেষত বাংলার গ্রামীণের যে আবহ তা জানতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেরা। আর শেষের কবিতা অনেক আগেই পড়া হয়েছে। উপহার দেওয়ার জন্য এটি কেনা হয়েছে।
এদিকে জাকিরুলের মতো তাসনুমা বর্ষা ছোট বোনকে উপহার দিতে কিনেছেন উপেন্দ্রনাথ কিশোর রায়ের চিরকালের সেরা কিশোর উপন্যাস। বর্ষা বলেন, উপন্যাসটি আমার পড়ে অনেক ভালো লেগেছে, তাই এটি কেনা।
কেন নতুন লেখকের বই উপহার দেওয়া হয় না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বই পড়ুয়া ব্যাতীত অনেকেই নতুন লেখককে চেনেন না। আর প্রচলিত লেখকের বই উপহার হিসেবে বেস্ট বলেই মনে হয়। তা ছাড়া এখনকার লেখকের মান নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে।
কথা প্রকাশ প্রকাশনীর বিপণন বিভাগের ইউনুস আলী বলেন, খ্যাতিমান লেখকদের বই বরাবরই পাঠকদের পছন্দের তালিকায় থাকে। তারা আসছেন উল্টিয়ে দেখছেন, তারপর সিদ্ধান্ত নিচ্ছেন। নতুন লেখকের তুলনায় প্রচলিত খ্যাতিমান লেখকের বই তুলনামূলক বেশিই বিক্রি হচ্ছে।
এদিকে আগামী প্রকাশনের বিক্রয়কর্মী অপু মোল্লা বলেন, পাঠকরা বই কিংবা লেখককে যতটা আমলে নিচ্ছেন তার চেয়ে তারা লেখাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। কয়েক পৃষ্ঠা পড়ার পর সিদ্ধান্ত নিচ্ছেন কোন বইটি কিনবেন।
চারুলিপি প্রকাশনের বিক্রয়কর্মী গোলাম কাদের বলেন, এবারের মেলায় শহীদুল্লাহ কায়সার, জাহানারা ইমাম, শামসুল হক, উপেন্দ্রনাথ কিশোর রায়ের চিরকালের সেরা কিশোর উপন্যাস বেশ ভালো বিক্রি হচ্ছে।
এদিকে বেশ কয়েকজন প্রকাশকের সঙ্গে কথা হলে তারা জানান, মেলা বেশ জমতে শুরু করেছে। আশা করছি শেষ ২০ দিন আশানুরূপ বিক্রি হবে।
এসজি