বইমেলায় উমর ফারুকের কাব্যগ্রন্থ ‘দ্রোহের উপধারা’
বইমেলায় এসেছে সাংবাদিক ও গীতিকার উমর ফারুকের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘দ্রোহের উপধারা’।
অমর একুশে বইমেলা-২০২৩ এ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে ‘ভাষাতরী প্রকাশন’। মেলায় বই পাওয়া যাচ্ছে ভাষাতরীর ১০২নং স্টলে। চার ফর্মার কাব্যগ্রন্থটির মূল্য-২০০ টাকা। কাব্যগ্রন্থটির প্রচ্ছদ করেছেন শিল্পী আইয়ুব আল আমিন।
উমর ফারুক বলেন, ‘দ্রোহের উপধারা’ আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। প্রথম কাব্যগ্রন্থ ‘হৃদয়ের পরবাসে’ প্রকাশিত হয় ২০০৯ সালে। ওই কাব্যগ্রন্থটি পাঠক হৃদয়ে সমাদৃত হয়েছে। দীর্ঘ বিরতির পর দ্বিতীয় কাব্যগ্রন্থটি প্রকাশ পেল। এর মধ্যে উপন্যাস, গল্পগ্রন্থ বেশ কয়েকটি প্রকাশ পেয়েছে। আর কবিতা সব সময় আসে না। সব সময় লেখা হয় না। যখন ভাব আসে তখন লেখি। তাই কবিতার বইও তেমন নাই। তবে এই কাব্যগ্রন্থটি যে কবিতাগুলো দিয়ে সাজানো হয়েছে তা সবই সমাজের বাস্তবচিত্র অবলম্বনে।
তিনি আরও বলেন, প্রতিটি কবিতা পাঠকের মন টানবে। কেননা প্রতিটি কবিতায় এক-একটি বার্তা দেওয়া আছে। পাঠক সহজ ভাষায় আমার কবিতা পড়ে একটি নতুন স্বপ্নময়, মানবিক ও নান্দনিক জগৎকে আবিষ্কার করতে পারবে।
এমএইচ/এসজি