ঢাকাপ্রকাশ-এর ‘পাঠক ভাবনা’র পুরস্কার বিতরণ
ঢাকাপ্রকাশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিযোগিতা ‘পাঠক ভাবনা’র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) ঢাকাপ্রকাশ-এর কার্যালয়ে এ পুরস্কার বিতরণ করা হয়।
ঢাকাপ্রকাশ-এর প্রধান সম্পাদক ও প্রতিযোগিতাটির বিচারক কমিটির আহ্বায়ক মোস্তফা কামাল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন— ঢাকাপ্রকাশের সহকারী সম্পাদক ড. সারিয়া সুলতানা ও ঢাকাপ্রকাশের পরিচালক (মার্কেটিং) মো. মাসুদুর রহমান।
এর আগে গত ৩০ নভেম্বর প্রতিযোগিতাটির ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করে প্রতিষ্ঠানটি।
বিজয়ীরা হলেন— (নামের ইংরেজি আদ্যক্ষর অনুযায়ী) আজহার মাহমুদ, কামরুল হাসান, নাইম হাসান রিদয়, মাঈন উদ্দীন, মিয়া মোহাম্মদ ছিদ্দিক, মো. মিজানুর রহমান, মো. রায়হান পারভেজ, রাশেদুজ্জামান রাশেদ, মো. সায়েদ আফ্রিদী ও মোহাম্মদ সেলিম।
পুরস্কার বিতরণের সময় ঢাকাপ্রকাশ-এর প্রধান সম্পাদক ও প্রতিযোগিতাটির বিচারক কমিটির আহ্বায়ক মোস্তফা কামাল বলেন, ঢাকাপ্রকাশ পাঠকদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যাবে। আগামীতেও নানা সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করবে আমাদের প্রতিষ্ঠান। আমরা প্রত্যাশা করি পাঠকরা সব সময় ঢাকাপ্রকাশ-এর সঙ্গে থাকবেন।
উল্লেখ্য, ১০ জন বিজয়ীর মধ্যে চার জন ঢাকাপ্রকাশ-এর কার্যালয়ে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন। বাকিদের পুরস্কার নির্ধারিত ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে।
আরএ/