প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিযোগিতা ‘পাঠক ভাবনা’র ফল প্রকাশ
১ ডিসেম্বর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকাপ্রকাশ পাঠকদের জন্য আয়োজন করে ‘পাঠক ভাবনা’ প্রতিযোগিতা। প্রতিযোগিতাটির ফলাফল ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে এ ফলাফল ঘোষণা করা হয়।
বিগত এক বছরে ঢাকাপ্রকাশ সুসাংবাদিকতার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখতে পেরেছে আরও কি কি করা যেত এ বিষয়ে পাঠকদের ভাবনা নিয়ে লেখা আহ্বান করে নিউজ পোর্টালটি। সেখান থেকে নির্বাচিত ১০ জন লেখককে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।
এ প্রতিযোগিতায় সারাদেশ থেকে অসংখ্য পাঠক ঢাকাপ্রকাশ নিয়ে তাদের ভাবনার কথা জানান। সেখান থেকে বাছাই করা ১৮টি লেখা ঢাকাপ্রকাশ নিউজ পোর্টালে প্রকাশ করা হয়। প্রকাশিত লেখাগুলো থেকে প্রতিযোগিতার বিচারকরা ১০ জন লেখককে বিজয়ী ঘোষণা করেন।
বিজয়ীরা হলেন— (নামের ইংরেজি আদ্যক্ষর অনুযায়ী) আজহার মাহমুদ, কামরুল হাসান, নাইম হাসান রিদয়, মাঈন উদ্দীন, মিয়া মোহাম্মদ ছিদ্দিক, মো. মিজানুর রহমান, মো. রায়হান পারভেজ, রাশেদুজ্জামান রাশেদ, মো. সায়েদ আফ্রিদী ও মোহাম্মদ সেলিম।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ঢাকাপ্রকাশের প্রধান সম্পাদক ও প্রতিযোগিতাটির বিচারক কমিটির আহ্বায়ক মোস্তফা কামাল বলেন, পাঠক ভাবনায় লেখকদের কাছ থেকে মূল্যবান মতামত ও পরামর্শ পেয়েছি। অনেক সমৃদ্ধ লেখাও পেয়েছি। পাঠকদের এ মতামত ও পরামর্শ ঢাকাপ্রকাশকে এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিজয়ীদের আগামী ৫ ডিসেম্বর বিকাল ৪টায় ঢাকাপ্রকাশের কার্যালয়ে পুরস্কার দেওয়া হবে। এ দিন যারা উপস্থিত থাকতে পারবেন না— তাদের ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে পুরস্কার পাঠিয়ে দেওয়া হবে।
প্রয়োজনে যোগাযোগ: ০১৭৭৯৪৭৫৭৯০।
আরএ/