বাউয়েটের দেয়াল পত্রিকা

‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এ দেয়ালিকা প্রকাশিত হয়েছে। তারিখটি হলো ৩ নভেম্বর ২০২২।
ছাত্র, ছাত্রী ও শিক্ষকদের লেখায় সমৃদ্ধ অনন্য এই সহ-শিক্ষা কার্যক্রমটি করেছে ‘ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ক্লাব, বাউয়েট’।
তাদের দেয়াল পত্রিকার নাম হলো ‘দি হরাইজন’।
বাংলায় মানে হলো ‘দিগন্ত’।
খুব অন্যরকমের এই পত্রিকায় লিখেছেন নানা বর্ষের নানা বিভাগের ছাত্র, ছাত্রীরা।
তারাই নকশা করেছেন।
আরবিতে লিখেছেন। বাংলায় সাহিত্য কর্মও করেছেন। আছে ইংরেজিও।
ক্যাম্পাসের বাউয়েট প্লাজার সামনের বিশেষ নোটিশ বোর্ডে তারা সারাদিনের এই সাহিত্য পত্রিকাটি প্রদর্শন করেছেন।
দেয়ালিকা উদ্বোধন করেছেন তাদের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল।
তখন ছিলেন ‘ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ক্লাব, বাউয়েট’র সভাপতি ও ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক মোঃ হামিদুর রহমান।
অনুষদীয় ডিন, সব বিভাগীয় প্রধান, অনেক অধ্যাপক, ক্লাব সদস্যরা এবং উৎসাহী কর্মকর্তারা।
দেয়াল পত্রিকার প্রশংসা করেছেন সবাই।
সবাই পড়েছেন দিনভর।
ওএফএস।
