কুষ্টিয়ায় লালন স্মরণোৎসব শুরু সোমবার
আগামীকাল ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী শুরু হচ্ছে বাউল সম্রাট লালন শাহ’র ১৩২তম তিরোধান দিবসের অনুষ্ঠান। এ অনুষ্ঠান উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া কালীগঙ্গা নদীর তীরের লালন আখড়া বাড়িতে জমে উঠেছে লালন ভক্ত ও সাধুদের মিলন মেলা। তিরোধান দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে লাখো ভক্ত অনুরাগীদের পদচারনায় মুখর হয়ে উঠেছে লালন মাজার প্রাঙ্গণ।
তিরোধান দিবসের তিন দিনব্যাপী অনুষ্ঠান উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় আলোচনা সভা, লালন মেলা ও সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন থাকবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এবং লালন একাডেমির আয়োজনে এই তিরোধান দিবসের উৎসব চলবে তিন দিনব্যাপী। অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে লালন একাডেমির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ছেঁউড়িয়া আখড়াবাড়ি লালন মাজারকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। আসতে শুরু করেছে হাজারো সাধু ভক্ত।
রংপুর থেকে আসা রহিম বাউল বলেন, সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে আমরা এখানে এসেছি। এখানে আসার জন্য হৃদয়ের টান অনুভব করি। সাঁইজির বাণীগুলো সব সময় কানে ভাসে। তাই প্রতিবছর আগেই সাঁইজির ধামে চলে আসি।
বরিশাল থেকে আসা সেলিনা ফকিরিনি বলেন, লালন সাঁইজির ধামে ভক্তদের নেয় দুইবার আসি লালন দর্শন লালন তত্ত্বের দীক্ষা নিতে। এখানে এসে কিছু শিখি কিছু দীক্ষা ভক্তদের মাঝে ছড়িয়ে দিই। এখানে আত্মার টানে আসি।
ছেঁউড়িয়া লালন মাজারের খাদেম মহম্মদ আলী শাহ জানান, ১৮৯০ সালের ১৭ অক্টোবর আধ্যাত্মিক বাউল সাধক লালন শাহ’র মৃত্যু হয়। তার তিরোধান দিবসকে কেন্দ্র করে প্রতিবছর ভক্তরা এ উৎসব পালন করতে সমবেত হয়ে থাকে। এসময় আখড়াবাড়ি দেশ-বিদেশ থেকে আগত লাখো মানুষের পদভারে মুখরিত হয়ে উঠে।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম বলেন, অনুষ্ঠানে মানুষের আসা-যাওয়া যেন নিরাপদ হয় সে লক্ষ্যে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে। মোট ৫১৯ জন পুলিশ নিয়োজিত রাখা হয়েছে। ২৪ ঘণ্টায় পুলিশ দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, ৭০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। দেশ-বিদেশ থেকে যারা আসবেন সবাইকে নিরাপদে রাখতে পুলিশ সদা জাগ্রত থাকবে। যারা এখানে আসছে সবাই আধ্যাত্মিক ভাব বিনিময়ের জন্য, সবাই লালনকে ভালোবেসে আসছে। খণ্ড খণ্ডভাবে গান চলে। তাদের সেই আবেগকে শ্রদ্ধা করেই নিরাপত্তার রক্ষার কাজ করবে পুলিশ।
বাউল সম্রাট ফকির লালন সাঁইজির ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনের লালন মেলায় সব শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম। তিনি বলেন, দেশ-বিদেশের সব শ্রেণিপেশার মানুষ এবং লালন ভক্ত-অনুরাগীরা এই আয়োজন সুন্দরভাবে উপভোগ করতে পারবেন।
এসজি