প্রকাশিত হচ্ছে মোস্তফা কামালের ইতিহাস-আশ্রিত গল্পগ্রন্থ ‘ভাসানীর উত্থানপর্ব’
কথাসাহিত্যিক মোস্তফা কামালের অন্যতম প্রিয় অনুষঙ্গ মুক্তিযুদ্ধ ও ইতিহাস। এ বিষয়কে কেন্দ্র করে তিনি দীর্ঘদিন ধরে সৃজনশীল কাজ করেছেন। লিখছেন উপন্যাস, গল্প ও প্রবন্ধ-নিবন্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লিখেছেন সাড়াজাগানো ৪টি উপন্যাস। স্বাধীনতার আন্দোলন ও মুক্তিসংগ্রামের আরেক গুরুত্বপূর্ণ নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে নিয়ে লিখেছেন ইতিহাস-আশ্রিত বেশ কিছু গল্প। সেসব গল্প নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে তার গল্পগ্রন্থ ‘ভাসানীর উত্থানপর্ব’।
সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান কিংবদন্তী পাবলিকেশন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশ করছে মোস্তফা কামালের বই ‘ভাসানীর উত্থানপর্ব’। কিংবদন্তী পাবলিকেশনের প্রধান নির্বাহী অঞ্জন হাসান পবন বলেন, ‘জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামালেল বইটির সব কাজ সম্পন্ন হয়েছে। শিগগির আমরা প্রি-অর্ডারে যাব। আশা করি, দ্রুত পাঠকদের হাতে বইটি পৌঁছাতে পারব।’
তিনি আরও বলেন, গত বছর (২০২১) অমর একুশে বই মেলায় জুনায়েদ ইভান রচিত ‘শেষ’ উপন্যাসটি পাঠক মহলে ব্যাপক সাড়া পেয়েছে। এবারও পাঠকদের জন্য এরকম চমক রেখেছি আমরা। জনপ্রিয় কথাসাহিত্যিক ও ঢাকাপ্রকাশ-এর প্রধান সম্পাদক মোস্তফা কামালের গ্রন্থ ‘ভাসানীর উত্থানপর্ব’ প্রকাশ করছি।
মওলানা আবদুল হামিদ খান ভাসানী বাংলাদেশের রাজনীতির এক প্রবাদপুরুষ। তাকে বলা হয় মজলুম জননেতা। তার রাজনৈতিক জীবন শুরু হয় বিহারে। সেখানে তিনি নিপীড়িত-নির্যাতিত মানুষের জন্য রাজনীতি শুরু করেন। তাদের অধিকার আদায়ে সোচ্চার হন। সাতচল্লিশের দেশভাগের পর তিনি দেশে ফিরে আসেন। আবার রাজনীতিতে সক্রিয় হন। তিনি আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি। ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি অগ্রণি ভূমিকা পালন করেন। তিনি সবসময় সাধারণ মানুষের অধিকারকে প্রাধান্য দিয়েছিলেন। তিনি পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে নেমেছেন। জেল-জুলুম সহ্য করেছেন। আর এ কারণেই তিনি হয়ে ওঠেন গণমানুষের নেতা। তার সেই সময়ের রাজনীতি নিয়েই তৈরি হয়েছে মোস্তফা কামালের গল্পগুলো। উঠে এসেছে সেই সময়ের নানা ঐতিহাসিক ঘটনা।