কিংবদন্তী পাবলিকেশনের প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার

ছবি: ফেসবুক
সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান কিংবদন্তী পাবলিকেশনের প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার (৩ জানুয়ারি)। ২০২০ সালের ৩ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় কিংবদন্তী পাবলিকেশন। বইয়ের মান ও প্রকাশনার দিক থেকে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে প্রতিষ্ঠানটি। সফলতার সঙ্গে দুই বছরের পথচলা শেষে তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠানটির পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন কিংবদন্তী পাবলিকেশনের প্রধান নির্বাহী অঞ্জন হাসান পবন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি বলেন, ‘সৃজনশীলতাকে সহজে ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয়ে কিংবদন্তী পাবলিকেশন প্রতিষ্ঠা করেছিলাম। গত দুই বছরে আমরা সফলভাবে সেই কাজটি করতে পেরেছি। কাব্যগ্রন্থ, উপন্যাস এবং গল্পগ্রন্থের পাশাপাশি বিভিন্ন গবেষণামূলক বই আমরা প্রকাশ করে যাচ্ছি। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, গত বছর (২০২১) অমর একুশে বই মেলায় জুনায়েদ ইভান রচিত ‘শেষ’ উপন্যাসটি পাঠক মহলে ব্যাপক সাড়া পেয়েছে। এই বছর (২০২২) বইমেলায়ও পাঠকদের জন্য এরকম চমক রেখেছি আমরা। জনপ্রিয় কথাসাহিত্যিক ও ঢাকাপ্রকাশ-এর প্রধান সম্পাদক মোস্তফা কামালের গ্রন্থ ‘ভাসানীর উত্থানপর্ব’ প্রকাশ পেতে যাচ্ছে।’
