প্রকাশিত হলো ফয়েজ তৌহিদুল ইসলামের উপন্যাস ‘রবির দ্বিতীয় বিয়ে’
ছবি: ফেসবুক
বহুমাত্রিক লেখক ফয়েজ তৌহিদুল ইসলাম। গবেষণা ও কথাসাহিত্যে তার অবাধ বিচরণ। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গবেষণামূলক উপন্যাস ‘রবির দ্বিতীয় বিয়ে’। বইটি প্রকাশ করেছে কলকাতার দীপ প্রকাশন।
কথাসাহিত্যিক ফয়েজ তৌহিদুল ইসলাম বরাবরই রবীন্দ্রপ্রেমী। ছোটবেলা থেকেই তিনি রবীন্দ্রনাথকে নিয়ে পড়তে ভালোবাসেন। সেই আগ্রহ ও ভালোবাসা থেকেই তিনি লিখেছেন রবীন্দ্রনাথকে নিয়ে ভিন্নধর্মী উপন্যাস ‘রবির দ্বিতীয় বিয়ে’।
গতকাল বৃহষ্পতিবার (৩০ ডিসেম্বর) কথাসাহিত্যিক ফয়েজ তৌহিদুল ইসলাম ঢাকাপ্রকাশ-এর কার্যালয়ে এসেছিলেন। এ সময় তিনি ঢাকাপ্রকাশ-এর প্রধান সম্পাদক কথাসাহিত্যিক মোস্তফা কামালকে তার সদ্যপ্রকাশিত উপন্যাসটি উপহার দিয়েছেন। মোস্তফা কামাল ‘রবির দ্বিতীয় বিয়ে’ বইটির সাফল্য কামনা করেন, পাশাপাশি তিনি লেখকের বিভিন্ন উপন্যাস ও গবেষণা কর্মের প্রশংসা করেন।
কথাপ্রসঙ্গে ফয়েজ জানান, ‘রবির দ্বিতীয় বিয়ে’ বইটি কলকাতায় বিপুল সাড়া ফেলেছে। বাংলাদেশ থেকে আগামী বইমেলায় বইটি নিয়ে আসছে অন্যপ্রকাশ। এ ছাড়াও বইটির ইংরেজি অনুবাদ প্রকাশ করছে বিশ্ববিখ্যাত প্রকাশনা পেঙ্গুইন।
ফয়েজ তৌহিদুল ইসলাম লাইভ সাইন্স, ডিপ্লোমাসি, ভাষাবিজ্ঞান ও সূফিতত্ত্বের মতো বিষয়ের বোদ্ধা পাঠক, লেখক ও গবেষক। প্রাণবন্ত গদ্যে তিনি জটিল মনস্তাত্ত্বিক, সামাজিক ও ধর্মীয় বিষয় উপস্থাপনে পারদর্শী। বিভিন্ন ভাষার উপর তার দক্ষতা ও ব্যাপক কটুনৈতিক অভিজ্ঞতা সংবেদনশীল বিষয়কে অবিতর্কিতভাবে উপস্থাপনে তাকে মন্সীয়ানা দান করেছে।
এক সম্ভ্রন্ত মুসলিম পরিবারে জন্ম ফয়েজ তৌহিদুল ইসলামের। পিতা-মাতা উভয়ে সূফি ঘরনার সাধক হওয়ায় ছোটবেলা থেকেই গুপ্তবিদ্যা, তুলনামূলক ধর্মতত্ত্ব ও সৃষ্টিতত্ত্বের উপর ব্যাপক অধ্যয়ন ও অনুধ্যানের সুযোগ পান। তাই নিজে কঠোর রক্ষণশীল ধর্ম চর্চাকারী হলেও তার লেখায় উদারনৈতিক মতবাদ ফল্গুধারার মতো প্রবহমান।
ফয়েজ তৌহিদুল ইমলাম পড়াশুনা ও চাকরি সূত্রে পৃথিবীর বিভিন্ন দেশে, বিষেশত আমেরিকা ও ইউরোপে ব্যাপক ভ্রমণের অভিজ্ঞতায় ঋদ্ধ। এসব অভিজ্ঞতা ও অভিজ্ঞান তাকে কাব্যময় গদ্যের এক মননশীল লেখকে পরিণত করেছে।