‘আবদুল্লাহ আবু সায়ীদ’ আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেলেন
কিংবদন্তী ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, ঢাকা কলেজের ইতিহাসের অন্যতম সেরা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে সম্মানিত করে নিজেরাও সম্মানিত হয়েছে চ্যানেল আই।
তাদের মাসিক বিনোদন প্রকাশনা ‘আনন্দ আলো’র ২০২১ সালের পুরস্কারটি দেওয়া হয়েছে আলোকিত মানুষ ও বই পড়া আন্দোলনের প্রাণপুরুষকে।
সোমবার এই শিক্ষাবিদ লাভ করেছেন ‘গোলন্দাজ আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২১’।
বিখ্যাত জননেতা ও সংসদ সদস্য আলতাফ হোসেন গোলন্দাজের নামে তার পরিবারের আগ্রহে ও চ্যানেল আইয়ের অনুগ্রহে পুরস্কারটি মৃত উপজেলা চেয়ারম্যান থেকে তিন বারের সংসদ সদস্য ময়নসিংহের গফরগাঁওয়ের মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন গোলন্দাজের নামে প্রবর্তন করা হয়েছে এবং বাংলাদেশের প্রখ্যাত সমাজকর্মী সায়ীদ স্যারকে প্রদানের মাধ্যমে কার্যক্রমটি শুরু করা হয়েছে।
আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন ২৫ জুলাই সাহিত্য পুরস্কারটি নিতে তিনি এসেছেন ঢাকার তেজগাঁওয়ের চ্যানেল আই অফিসে।
অনুষ্ঠানটি সরাসরি প্রচার করেছে ইমপ্রেস টেলিফিল্মের মাধ্যমে স্যাটেলাইট টিভি।
আলতাফ হোসেন গোলন্দাজ আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২১ আবদুল্লাহ আবু সায়ীদের হাতে তুলে দিয়েছেন তার ছেলে ও সেই আসনের এমপি ফাহমি গোলন্দাজ বাবেল।
তিনি অত্যন্ত খুশি হয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরো ছিলেন চ্যানেল আইয়ের অন্যতম কর্তাব্যক্তি ও ছড়াকার, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম, আনন্দ আলোর সম্পাদক ও সাহিত্যিক রেজানূর রহমান।
উপস্থাপন করেছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।
আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ‘খ্যাতির জন্য নয়, সারা জীবন আনন্দের সাথে কাজ করতে চাই। মানুষকে ভালোবেসে বাঁচতে চাই। আলোকিত মানুষ গড়ার স্বপ্ন দেখি। জীবনের শেষ দিন পর্যন্ত এই স্বপ্ন দেখে যাব।’
সাহিত্য পুরস্কারে তাকে অর্থমূল্য এক লক্ষ টাকা, ক্রেস্ট, উত্তরীয়সহ অন্যান্য উপহার প্রদান করা হয়েছে।
ওএস।