কবি ফজলুল হক আর নেই
আশির দশকের শক্তিমান কবি ফজলুল হক আর নেই। মঙ্গলবার (২৬ জুলাই) বিকালে সিলেট নগরীর নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।
ফজলুল হক সম্প্রতি মস্তিস্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়েছিলেন। ফুসফুসেও সংক্রমণ ধরা পড়েছিল। ঢাকা ও সিলেটের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন।
ফজলুল হক সিলেটের গ্রামে বসবাস করেও একজন শক্তিমান কবি হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। সন্তানদের পড়ালেখার সুবিধার জন্য তিনি গত কয়েক বছর থেকে সিলেট নগরীতে বসবাস করেন।
ফজলুল হকের জন্ম ১৯৬১ সালের ১ সেপ্টেম্বর, সিলেটের বিয়ানীবাজার। প্রকাশিত কাব্যগ্রন্থ তিনটি-‘পৃথক দংশন’, ‘কবির জন্মদিন’ ও ‘শঙ্খ ঘোষের সঙ্গে নির্বাসনের দিনে’। সম্পাদনা গ্রন্থ ‘তপোধীর ভট্টাচার্য: জীবন ও কর্ম’। তিনি ছিলেন গীতিকার। সিলেট বেতারের জন্য গান লিখেছেন। সিলেটের দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় সাংবাদিকতাও করেছেন। বিগত তিন দশকে বিয়ানীবাজারের সাহিত্য-সাংস্কৃতিক আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন।
বুধবার (২৭ জুলাই) দুপুরে গ্রামের বাড়ির পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে। কবি ফজলুল হকের মৃত্যুতে সিলেট-৬ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গভীর শোক প্রকাশ করেছেন।
এনএইচবি/এমএমএ/