‘আমি বিশ্বাস করি না যে দাড়ি রাখলেই মানুষ জামাত হয়ে যায়’
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আমি বিশ্বাস করি না যে দাড়ি রাখলেই মানুষ 'জামাত' হয়ে যায়। যারা এটা বিশ্বাস করে, তারা বোকার স্বর্গে বাস করে।
সোমবার (৪ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত ‘নগদ-রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে আগামী প্রকাশনীর প্রকাশক ও প্রতিষ্ঠাতা ওসমান গণির বক্তব্যের রেশ টেনে এ কথা বলেন মোস্তাফা জব্বার।
বক্তব্যে ওসমান গণি বলেন, কেউ কেউ মাহমুদুল হাসান সোহাগ (অন্যরকম গ্রুপের চেয়ারম্যান) বা রকমারিডটকমের ব্যাপারে বলে থাকে যে, এটা জামাতের প্রতিষ্ঠান। কিন্তু আমি তা বিশ্বাস করি না।
পরে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই প্রসঙ্গ টেনে কথা বলেন। এ সময় অনুষ্ঠান মঞ্চে অন্যান্য অতিথির সঙ্গে দাড়িওয়ালা মাহমুদুল হাসান সোহাগ উপস্তিত ছিলেন।
বক্তব্যে মন্ত্রী তথ্য প্রযুক্তির ক্রমোন্নতি প্রসঙ্গে বলেন, আমি বিশ্বাস করি, কাগজের দিন শেষ। এসময় তিনি বলেন, বিশ্বের ৮০টি দেশে বাংলাদেশ সফটওয়্যার রপ্তানি করে।
সোমবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষাবিদ ড. মোহাম্মদ কায়কোবাদ, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান 'নগদ'- এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক, আগামী প্রকাশনীর প্রকাশক ও প্রতিষ্ঠাতা ওসমান গণি, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন ছোটন এবং অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ।
সংক্ষিপ্ত বক্তব্য অর্থনীতিবিদ আকবর আলি খান বলেন, রকমারিডটকম মুক্তিযুদ্ধের আলোকবর্তিকা হয়ে কাজ করছে। আমার যা কথা আমি বইতে লিখেছি, আরও লেখার চেষ্টা করছি।
সাম্প্রতিক প্রসঙ্গ টেনে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, তরুণ সমাজকে গড়তে পারলে একজন শিক্ষককে শিক্ষার্থীর হাতে নিহত হতে হবে না। একজন শিক্ষকের গলায় জুতার মালা পরানো হতো না। ভালো মানুষ হওয়া অত্যন্ত কঠিন কাজ।
রকমারি ডট কমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, ২০১২ সাল থেকে যাত্রা শুরু করে অনলাইন বই বিক্রি প্রতিষ্ঠান রকমারি ডট কম। প্রতি বছর অমর একুশে গ্রন্থমেলার পাশাপাশি সারাদেশের মানুষের কাছে ঘরে বসে বইমেলার আনন্দ পৌঁছে দিতে অনলাইন বইমেলার আয়োজন করে রকমারি। আগের বছরগুলোতে বেস্টসেলার অ্যাওয়ার্ড প্রদান করলেও স্শরীরে এত বড় আয়োজন এই প্রথম।
অনুষ্ঠানে মোট চারটি মূল বিভাগে ১২ জন বেস্টসেলার লেখক এবং ১২টি বেস্টসেলার বইকে সম্মাননা জানানো হয়। একই সঙ্গে ৩০টি ক্যাটাগরির ৩০ জন লেখক এবং ৩০টি বইকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
রকমারি ডট কমের এই আয়োজনটির সঙ্গে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান 'নগদ'।
এমএ/আরএ/