প্রকাশিত হলো মাসউদ আহমাদের গল্পগ্রন্থ ‘দূর পৃথিবীর গন্ধে’
কথাসাহিত্যিক মাসউদ আহমাদের আগ্রহ ও অনুসন্ধানের কেন্দ্রে কবি জীবনানন্দ দাশ। বাংলা ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ এই কবিকে নিয়ে তিনি সৃজনশীল ও মননশীল কাজ করছেন। লিখছেন গল্প, উপন্যাস ও অন্যান্য রচনা। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে জীবনানন্দ-কেন্দ্রিক বেশ কিছু গল্প। এর মধ্যে নির্বাচিত গল্পগুলো নিয়ে প্রকাশিত হলো তার গল্পগ্রন্থ ‘দূর পৃথিবীর গন্ধে’।
মাসউদ আহমাদের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘দূর পৃথিবীর গন্ধে’। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। প্রকাশ করেছে ‘ঘাসফুল’। ঢাকাপ্রকাশকে তিনি বলেন, এ বইয়ের তিনটি গল্প কলকাতার ‘দেশ’ পত্রিকায় এবং অন্য গল্পগুলো বিভিন্ন সময়ে বাংলাদেশের নানা কাগজে প্রকাশিত হয়েছে।
‘দূর পৃথিবীর গন্ধে’ বইয়ের গল্পগুলো কবিকে ঘিরে। বরিশাল-ঢাকা-কলকাতার পটভূমিতে লেখা এর প্রায় সব গল্পেই সরাসরি জীবনানন্দ দাশ, লাবণ্য দাশ, শান্তি ব্যানার্জি ও বুদ্ধদেব বসু নানাভাবে জুড়ে আছেন।
গল্পগ্রন্থটি পাওয়া যাচ্ছে বাতিঘর (বিশ্বসাহিত্য কেন্দ্র, ৭ম তলা), বাংলামোটর উজান (কনকর্ড এম্পোরিয়াম, কাঁটাবন), প্রথমা (আজিজ সুপার মার্কেট, শাহবাগ) এবং রকমারি ডট কমে।