জন্মদিনে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ বুধবার (২৩ মে) সকালে সরকারি-বেসরকারি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি'র নেতৃত্বে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। ছবি ঢাকাপ্রকাশ
শুরুতেই সকাল সাড়ে ছয়টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি'র নেতৃত্বে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুরসহ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ফরিদ আহমদ ভূঁইয়া, বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক রতন চন্দ্র পণ্ডিত, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেনের নেতৃত্বে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করা হয় কবি পরিবার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল কর্তৃপক্ষের পক্ষ থেকেও।
আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনার ধারক ও বাহক ছিলেন। তাঁর গান আমাদের মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আজও সাম্প্রদায়িকতার শাখা-প্রশাখা আছে। সেই শাখা-প্রশাখাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বেঙে দিতে হবে। সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটন করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
সকালেই বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় ফুলে ফুলে ছেয়ে যায় কবির সমাধি।
এপি/