আসামের বাংলাভাষার শহিদের স্মরণ
আসামের শিলচরের বাংলা ভাষা আন্দোলনের ১১ শহিদকে স্মরণ করল বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ। বৃহস্পতিবার (১৯ মে) বিকালে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯ মে ১৯৬১ আসামের শিলচরে বাংলা ভাষা আন্দোলনের ১১ শহীদ বীর স্মরণে বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ আয়োজন করে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
গণসঙ্গীত সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।
সাংস্কৃতিক পর্বে দলীয় সঙ্গীত পরিবেশন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা, স্বভুমি লেখক শিল্পী কেন্দ্র, ভিন্নধারা ও পঞ্চ ভাস্কর। একক সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী আলক দাস গুপ্ত, মাহবুব রিয়াজ, আরিফ রহমান ও আবিদা রহমান সেতু।
বাংলা ভাষার মর্যাদা রক্ষার আন্দোলনে যোগ দিয়ে ১৯ মে ১৯৬১ সালে আসামের শিলচরে ১১ জন বাঙালি সরকারি বাহিনীর গুলিতে প্রাণ হারান। তাদের আত্মত্যাগের বিনিময়ে সেখানে বাংলা ভাষা প্রদেশের অন্যতম প্রশাসনিক ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে।
এপি/