গণহত্যা-নির্যাতন বিষয়ক ভাস্কর্য প্রদর্শনী শুক্রবার থেকে
পাঁচজন ভাস্করের গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্যের প্রদর্শনী শুরু হচ্ছে শুক্রবার (২০ মে)। গণহত্যা জাদুঘরের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
ভাস্কর মো. রবিউল ইসলাম, রেহানা ইয়াসমিন, ফারজানা ইসলাম মিলকি, মুক্তি ভৌমিক ও সিগমা হক অংকনের নির্মিত ভাস্কর্য নিয়ে এই প্রদর্শনীর আয়োজন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা প্রকল্প 'গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র’-এর দেওয়া ফেলোশিপ প্রোগ্রামের আওতায় পাঁচ শিল্পী এই ভাস্কর্যগুলো নির্মিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় উদ্বোধনীর উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ এমপি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সহ-সভাপতি বরেণ্য শিল্পী হাশেম খান। সভাপতিত্ব করবেন গণহত্যা জাদুঘরের সভাপতি বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন।
৩৮টি ভাস্কর্যের মাধ্যমে মুক্তিযুদ্ধকে নানা মাত্রিকতায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট-এর ট্রাস্টি সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদের।
এপি/