দুই বছর পর উৎসবমুখর শাহজাদপুর কাছারি বাড়ি
দর্শনার্থী ও রবীন্দ্রপ্রেমীদের পদচারনায় মুখর হয়ে উঠেছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি। করোনায় দুই বছর বন্ধ থাকার পর এ বছর তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে কবির ১৬১তম জন্মবার্ষিকী উদযাপন করছে শাহজাদপুরবাসী।
২৫শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্ম বার্ষিকী উপলক্ষে শুরু হওয়া অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও রবীন্দ্র মেলা। তিনদিনব্যাপি জন্মবার্ষিকী অনুষ্ঠানকে ঘিরে শাহজাদপুরে উৎসবের আমেজ বিরাজ করছে।
রবিবার (৮ মে) দুপুর ১২টায় জন্মবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরি। রবীন্দ্র কাছারি বাড়ি অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. ফারুখ আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর শাহ আলম শান্তনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ চয়ন ইসলাম, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদি প্রমুখ।
এসএন