তোমায় নতুন করে পাব ব'লে
রবীন্দ্রজয়ন্তীতে ছায়ানটের দুই দিনের উৎসব

সংগীত, নৃত্য ও আবৃত্তিতে স্মরণ করা হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে ছায়ানটের দুইদিনব্যাপী ‘রবীন্দ্র-উৎসব’ এর প্রথম দিন রবিবারের (৮মে) অনুষ্ঠান সাজানো হয় ২৮টি পরিবেশনা দিয়ে।
ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ছাড়াও আমন্ত্রিত শিল্পী ও দল অংশ নেন।
শুরুতেই ছায়ানট শিল্পীরা সম্মেলক কণ্ঠে গেয়ে শোনান ‘হে নূতন, দেখা দিক আর-বার’। এর মহুয়া মঞ্জরী সুনন্দা গেয়ে শোনান ‘মোর সন্ধ্যায় তুমি সুন্দর’ গানটি। এরপর গান করেন মহিউজ্জামান চৌধুরী ময়না, সালমা আকবর, রোকাইয়া হাসিনা নীলি, মোস্তাফিজুর রহমান তুর্য, সুতপা সাহা প্রমুখ।
‘আমি মারের সাগর পাড়ি দেব’ গানের সঙ্গে সম্মেলক নৃত্য পরিবেশন করে ছায়ানট শিল্পীরা।
আবৃত্তি করেন জয়ন্ত রায়।
এপি/
