রবীন্দ্রজয়ন্তীতে শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য আয়োজন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আর্টক্যাম্প ও চিত্রকর্ম প্রদর্শনী।
একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আলোচক ছিলেন বিশিষ্ট লালন ও রবীন্দ্রনাথ গবেষক অধ্যাপক ড. আনোয়ারুল করীম ও মঞ্চসারথি আতাউর রহমান।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে শিল্পকলা একাডেমির নৃত্যদলের শিল্পীরা ‘আকাশ ভরা সূর্য তারা’, ‘ঐ মহামানব আসে’ ও ‘বিপুল তরঙ্গ রে’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করে। এরপর একাডেমির শিশু দলের নৃত্যশিল্পীরা ‘আন্দলোকে মঙ্গলালোকে’ ,‘আলো আমার আলো’ এবং ‘আমরা নূতন যৌবনেরই দূত’ গানের সঙ্গে মোহনীয় নৃত্য পরিবেশন করে। এছাড়া, ধৃতি নর্ত্তনালয়ের ওয়ার্দা রিহাব পরিচালিত ‘ভেঙেছ দুয়ার এসেছ’ এবং ‘হিংসায় উন্মত্ত পৃথ্বি’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করে।
অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন ফাহিম হোসেন চৌধুরী, বুলবুল ইসলাম, মহিউজ্জামান চৌধুরী, লাইসা আহমেদ লিসা, সালমা আকবর, আজিজুর রহমান তুহিন, অনিমা রায়, শাহনাজ নাসরীন ইলা, কামাল আহমেদ ও রোকাইয়া হাসিনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন তামান্না তিথি।
রবীন্দ্রনাথ ঠাকুর অংকিত ৪৫টি চিত্রকর্মের রেপলিকা এবং কবিকে নিয়ে অংকিত ৭৯টি চিত্রকর্ম নিয়ে জাতীয় চিত্রশালা ২নং গ্যালারিতে আয়োজন করা হয়েছে দশ দিনব্যাপী প্রদর্শনী। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা, (শুক্রবার বেলা ৩টা-রাত৮টা) প্রদর্শনী চলবে ২২ মে পর্যন্ত।
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালাসহ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত দেশের ৫টি স্থান কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর, নওগাঁর পতিসর, খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে আর্ট ক্যাম্প, চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দেশবরেণ্য শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, শিল্পী আবুল বারাক আলভী, শিল্পী আব্দুল মান্নান, শিল্পী বীরেন সোম, শিল্পী ফরিদা জামান, শিল্পী নাসিম আহমেদ নাদভী, শিল্পী রোকেয়া সুলতানা, শিল্পী শেখ আফজাল, শিল্পী সামছুদ্দোহাসহ বিশিষ্ট ৫৫জন চিত্রশিল্পী আর্ট ক্যাম্পে অংশ নিচ্ছেন।
আর্টক্যাম্প থেকে নির্মিত ৫৫টি চিত্রকর্ম শিল্পকলা একাডেমির প্রদর্শনীতে যুক্ত হবে।
এপি/