ওয়াহিদুল হক স্মরণে দেশঘরের গান

সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত ওয়াহিদুল হকের স্মরণে জন্মদিনে প্রতিবছর আয়োজন করা হয়ে থাকে দেশের ঐতিহ্যবাহী সংগীত আয়োজন নিয়ে ‘দেশঘরের গান’ উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা মঞ্চের এ আয়োজন বছরের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন হয়ে উঠেছে।
করোনা মহামারির সংক্রমণের কারণে গত দুই বছর এ উৎসব অনুষ্ঠিত হতে পারেনি।
এ বছরের ‘দেশঘরের গান’ উৎসব অনুষ্ঠিত হলো আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে। এতে আঞ্চলিক গান করেন নীলফামারীর শিল্পী আমিনা রহমান বৈশাখী ও সুনামগঞ্জের শুভ্রা তালুকদার।
কিচ্ছাপালা পরিবেশন করেন নেত্রকোণার জাহাঙ্গীর বাদশা ও আলপিনা সুন্দরী এবং দেলোয়ার হোসেন দিলু বয়াতি ও তার দল।
সব শেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় দিনের আয়োজন।
এপি/
