মুক্তিযোদ্ধা-গল্পকার আবদুল মালীক ফারুকের প্রয়াণ

মুক্তিযোদ্ধা ও গল্পকার আবদুল মালীক ফারুকের প্রয়াণ ঘটেছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আবদুল মালীক ফারুক সিলেটের বিয়ানীবাজার উপজেলার বড়দেশ গ্রামের বাড়িতে বসবাস করতেন। তিনি স্থানীয়ভাবে প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। ছাত্রাবস্থায় ছাত্র ইউনিয়ন ও পরবর্তীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন।
তিনি ছাত্রাবস্থায় মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি চার নম্বর সেক্টরের যোদ্ধা হিসেবে সম্মুখ সমরে অংশ নেন।
তিনি নিরন্তর লেখালেখির মধ্যে ছিলেন। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে গল্পগ্রন্থ ‘শূন্যতার পোড়ো বাঁশী' ও 'জোছনায় জীবন স্পন্দন’ এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গ্রন্থ 'যুদ্ধযাত্রা একাত্তর'। একটি ছড়া গ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় নিজ গ্রাম বড়দেশের শাহি ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তাঁকে গ্রামের গোরস্থানে দাফন করা হবে।
এপি/
