গানে-কবিতায় ছায়ানটের স্বাধীনতা দিবস উদ্যাপন

গানে-কবিতায় স্বাধীনতা দিবস উদযাপন করল ছায়ানট। শনিবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ও শিক্ষার্থীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।
‘এবার তোর মরা গাঙে বান এসেছে’ ছায়ানটের ছোটদের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর একক পরিবেশনায় অভয়া দত্ত গেয়ে শোনান ‘তোর আপন জনে ছাড়বে তোরে’, নাসিমা শাহীন ফ্যান্সী ‘একি মাধুরি ছড়ায়ে দিয়েছ মাগো’, তানভির আহমেদ ‘সাঁঝের বেলা পাখি ফিরে নীড়ে’ ও নাহিয়ান দুরদানা শুচি ‘এই বাঙলার মাটিতে মাগো’ গানগুলো পরিবেশন করেন। এরপর আবৃত্তি করেন জয়ন্ত রায়।
অনুষ্ঠানে সম্মেলক কণ্ঠে ছায়ানটের শিল্পীরা গেয়ে শোনান- ‘মুক্তির মন্দির সোপান তলে’ ও ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’।
আরও সঙ্গীত পরিবেশন করেন স্বর্ণা নাগ, মাকসুদুর রহমান মোহিত খান, রেজাউল করিম, জান্নাত এ ফেরদৌসী, ফারহানা আক্তার শ্যালী, সৈয়দা সন্জীদা জোহরা বীথিকা ও এরফান হোসেন। আবৃত্তি করেন সুমন বিশ্বাস।
সম্মেলক কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।
এপি/
