চট্টগ্রামে তির্যকের নাট্যায়োজন ১৭ ও ১৮ ডিসেম্বর
তির্যক নাট্যদল আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর চট্টগ্রাম টিআইসি (থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম)-তে দলের ৪৮ বছর এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দিনের এক উৎসবের আয়োজন করছে। ‘সৃজনে-স্মরণে-বরণে তির্যক’ শীর্ষক দু’দিনের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিশিষ্ঠ নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন।
দু’দিনের এই আয়োজনে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, আবৃত্তি, নৃত্য, সংগীত পরিবেশনা, তির্যক নাট্য স্মারক প্রদর্শনী, নাট্যকর্মী সম্মিলন ও সেমিনার। এ ছাড়াও প্রতিদিন সন্ধ্যায় তির্যকের নাটক পরিবেশিত হবে।
১৭ ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটায় উৎসব উদ্বোধনের পর ‘সৃজনের আলাপন’ শীর্ষক অনুষ্ঠানে বরেণ্য নাট্যজনেরা কথামালায় অংশ নেবেন। বিকেল পাঁচটায় টিআইসি গ্যালারিতে ‘তির্যক নাট্য-স্মারক' প্রদর্শনীর দ্বার উম্মোচন করা হবে। বিকেল সাড়ে পাঁচটায় টিআইসি মুক্তাঙ্গনে শিল্প-সাহিত্য-সংস্কৃতির সাম্প্রতিক হারিয়ে যাওয়াদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। সন্ধ্যে সাড়ে ছ’টায় মিলনায়তনে তির্যক প্রযোজনা প্রাচীন গ্রীক ট্রাজেডি সফোক্লিসের ‘ইডিপাস’ পরিবেশিত হবে।
১৮ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে দশটায় টিআইসি মিলনায়তনে ‘বিশাল বাংলায় নাট্যচর্চা’ শীর্ষক সেমিনারে বিষয় উপস্থাপন করবেন অধ্যাপক মলয় ভৌমিক। সঞ্চালনা করবেন নাট্যজন মামুনুর রশীদ। সেমিনারে অংশ নেবেন দেশের বিশিষ্ঠ নাট্যব্যক্তিত্বরা। বিকেল তিনটায় মিলনায়তনে ‘সৃজনে-বরণের কথকতা’ শীর্ষক অনুষ্ঠানমালায় এবছরের নাটকে একুশে পদক প্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দারকে নাট্য ও সংস্কৃতিকর্মীদের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হবে। সন্ধ্যে সাড়ে ছ’টায় মিলনায়তনে তির্যক প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রাজা’ পরিবেশিত হবে। সবশেষে উৎসব সমাপনী অনুষ্ঠানমালা।
এপি/