‘অনন্যা সাহিত্য পুরস্কার’ সম্মাননা পাচ্ছেন রঞ্জনা বিশ্বাস
বাংলা ভাষার কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘অনন্যা সাহিত্য পুরস্কার-১৪২৮’ সম্মাননা পাচ্ছেন রঞ্জনা বিশ্বাস। তিনি একজন সৃজনশীল ও মননশীল লেখক। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২৪। মুক্তিযুদ্ধ ও লোকসাহিত্য তার গবেষণার অন্যতম প্রধান বিষয়। বেদে এবং লোক-ঐতিহ্য নিয়েও গবেষণা করছেন। গবেষণায় ইতিপূর্বে কালি ও কলম তরুণ সাহিত্য পুরস্কার এবং ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার অর্জন করেছেন।
মঙ্গলবার (২২ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ‘অনন্যা সাহিত্যপুরস্কার ১৪২৮’ প্রদান করা হবে। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আকিমুন রহমান। সভাপতিত্ব করবেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।
উল্লেখ্য যে, বাংলা ১৪০১ সন (১৯৯৩ সাল) থেকে অনন্যা সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়েছে। প্রতিবছর একজন নারী-সাহিত্যিককে সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। এ পর্যন্ত ২৬ জন নারী সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে অনন্যা সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে।
এপি/